এপ্রিল মাস অটিজম সচেতনতার মাস। সারা বিশ্বে এ মাসটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি)উদ্যোগে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে অটিজম নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সভাপতি ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডিজি এম এস মেজর জেনারেল মুন্সী মোহাম্মদ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফসিউর রহমান এনডিসি, নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের বৈজ্ঞানিক সম্পাদক ডা. মেখলা সরকার। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন হাসপাতালের শিক্ষক, ডাক্তার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডিজি এম এস মেজর জেনারেল মুন্সী মোহাম্মদ মজিবুর রহমান সমাজের সকল স্তরে অটিজম সচেতনতা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার অটিজম বিষয়ে ডাক্তার, নার্সদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফসিউর রহমান এনডিসি ডাক্তার-নার্সসহ সমাজের সর্বস্তরে অটিজম বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন।
নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রাব্বানী অটিজমসহ প্রতিবন্ধিতা নিয়ে সরকারি নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অটিজম সেবার নানা প্রসঙ্গ তুলে ধরেন।