গত ৩০ অক্টোবর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আয়োজনে মেজর জেনারেল এম শামসুল হক (এএফএমআই) অডিটোরিয়ামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের সচেতনতার উপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বেলুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মুন্সী মো. আব্দুল আলী মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ফসিউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মেজর জেনারেল দেবাশীষ সাহা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আব্দুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, “মানসিক স্বাস্থ্য সমস্যা অন্যতম একটি প্রধান সমস্যা হওয়া সত্ত্বেও সচেতনতার অভাবে এ সমস্যাটি মানুষের মধ্যে সেভাবে গুরুত্ব পায় না। প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা মানসিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করবে।” এছাড়া তিনি সামরিক বাহিনীর সকল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ও উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম। মূল প্রবন্ধে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আলোকপাত করেন। মূল প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র মনোরোগ বিশেষজ্ঞ কর্ণেল কামরুল হাসান, ক্লাসিফাইড মনোরোগ বিশেষজ্ঞ লে. কর্ণেল মো. মনিরুল ইসলাম ও ক্লাসিফাইড মনোরোগ বিশেষজ্ঞ লে. কর্ণেল সোহেল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সামরিক অফিসারগণ, বিশেষজ্ঞ চিকিৎসকগণ, অধ্যাপকবৃন্দ, মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।