প্রশ্নঃ আমার বয়স ২২। আমার কিছু ভাল লাগেনা। সব সময় মন খারাপ থাকে। চোখে চোখ রেখে কথা বলতে পারিনা। বেশির ভাগ সময় অন্যমনস্ক থাকি। মাঝে মধ্যে বিনা কারণে টেনশন করি, বেশির ভাগ সময় সামান্য ব্যাপার নিয়ে অতিরিক্ত টেনশন করি। মাথা নিচু করে হাটি, নিজেকে অপরাধী মনে হয়- হ্যাঁ আমি জঘন্যতম অপরাধ করতে চেয়েছিলাম। লোকের সমালোচনা শুনতে শুনতে অর্ধ পাগল হয়ে যায়। সাইক্রিয়াটিস্ট দেখায়, তিনি বললেন এটি সিজোফ্রোনিয়া। মেডিসিন দিলেন: lopez, perkinil এবং sedil 2 mg। এখন সমস্যা হচ্ছে রোগ অনেকটা কমে গেছে। কিন্তু চেহারা অন্য রকম হয়ে গেছে। প্রায়দু ই বছর ধরে চিকিৎসা করেছি। এর কি কোনো সমাধান আছে? অন্য কোন মেডিসিন লিখে দিলে উপকৃত হব।- ইলিয়াস, কক্সবাজার।
আমি জঘন্যতম অপরাধ করতে চেয়েছিলাম
পরামর্শঃ আপনার রোগের বর্ণনা শুনে মনে হচ্ছে বিষণ্ণতায় ভুগছেন। আপনি লিখেছেন-“হ্যাঁ আমি জঘন্যতম অপরাধ করতে চেয়েছিলাম। লোকের সমালোচনা শুনতে শুনতে অর্ধ পাগল হয়ে যাই”। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার। এ ঘটনার সাথে আপনার বিষণ্ণতার সম্পর্ক আছে কিনা খুতিয়ে দেখা দরকার। আপনার ঔষধ ও সাইকোথেরাপী লাগবে।
এসসিটালোপ্রাম ১০মিগ্রা ট্যাবলেট সকালে ১টি করে খেয়ে দেখুন। এক মাস পর মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।