অলসতা নিয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যা ২০২৪

0
20
অলসতা নিয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যা ২০২৪
দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২৪ সালের ডিসেম্বর সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- অলসতা । এবারের ম্যাগাজিনে অলসতা বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।

যা রয়েছে “মনের খবর” ডিসেম্বর সংখ্যায়–

“অলসতা কীভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য

”আধুনিক জীবনে অলসতা এবং মস্তিষ্কের প্রভাব” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা

অলসতা ও মানসিক অবসাদগ্রস্থতা ” শিরোনামে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মতিন

Magazine site ads

”অলসতার সঙ্গে বিষণ্নতা, উদ্বেগ এবং অবসাদের সম্পর্ক ” শিরোনামে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ডা. দেবদুলাল রায়।

বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে বেসিস-এর সহায়ক কমিটির চেয়ারম্যান জনাব রাফেল কবিরের সাক্ষাৎকার।

“অলসতা: মানসিক রোগের লক্ষণ না উপসর্গ?”-শিরোনামে মানসিক রোগ বিভাগে লিখেছেন ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার।

“অলসতা দূর করার মানসিক চিকিৎসা কৌশল” শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার ফারুক অনিক।

”শিশুদের অলসতা এবং ভবিষ্যৎ ক্ষতি” শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন ডা. আফসানা বিনতে আনোয়ার।

মনের খবর ম্যগাজিনে

মাদকমুক্তির অন্যতম অন্তরায় বেকারত্বশিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন ডা. ফারজানা ওমর তানজু।

দাম্পত্য জীবনে অলসতার প্রভাবশিরোনামে যৌন স্বাস্থ্য ও সম্পর্ক বিভাগে লিখেছেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান।

অবসর সময় অলসতা কাটাতে মানসিক চর্চাশিরোনামে প্রবীন ও মন বিভাগে লিখেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. পলাশ রায়।

অলসতা দূর করতে ক্রীড়াবিদদের মানসিক কৌশলশিরোনামে ক্রীড়া ও মন বিভাগে লিখেছেন ডা. আসাদুল বারী চৌধুরী অমি।

”পেশাগত জীবনে অলসতা কাটানোর উপায়” শিরোনামে পেশা ও মন বিভাগে লিখেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানা হাবীবা।

মনস্তত্ত্ব বিভাগে ”আব্রাহাম লিংকন এবং মনস্তত্ব’’ নিয়ে লিখেছেন ডা. মনিশংকর বালা

“কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতাঃ প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন ডা. ফয়সাল রাহাত

”ইন্টারনেটঃ মানুষকে অলস করছে, নাকি সচল করে তুলছে ” বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

এছাড়াও মনের খবর ডিসেম্বর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “অলসতা কীভাবে কাটিয়ে ওঠা যায় এবং লক্ষ্য অর্জন করা যায় ” শিরোনামে অ্যাসিস্টেন্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট মাহজাবীন আরা শান্তা‘র লেখা।।

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

আরো পড়ুন-

Previous articleকর্মক্ষেত্রে মানসিক অস্থিরতার প্রভাব
Next articleবিডিআর হত্যাকাণ্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডা. লুৎফর রহমান খান এর স্মরনে বিএপি’র বিশেষ আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here