অনলাইনে যৌন হয়রানী বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবিনার আজ রাতে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌন হয়রানী প্রতিরোধ কমিটির আয়োজনে “Online Sexual Harassment: Legal & Psychological Aspects” শীর্ষক ওয়েবিনার আজ ১৬ জুলাই রাত নয়টায় অনুষ্ঠিত হবে।

ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, নেটওর্য়াক ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এন আর টি) এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সানাইয়া আনসারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সাইবার ক্রাইম ইউনিট এর এডিশনাল ডেপুটি পুলশ কমিশনার মো. নাজমুল ইসলাম এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর এসিট্যাটান্ট ডিরেক্টর (মেডিটেশন) তাপসী রাবেয়া।

ওয়েবিনারে মডারেটর হিসেবে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌন হয়রানি প্রতিরোধ কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।

ওয়েবিনার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সয়েন্স এর অ্যাসোসিয়েট ডীন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব মনের খবর’কে বলেন, “হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী  অন্যান্য প্রতিষ্ঠানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও যৌন হয়রানী প্রতিরোধে কমিটি থাকার বিধান রয়েছে। সেই মোতাবেক ড্যাফোডিলে বেশ শক্তশালী একটি কমিটি রয়েছে। আমরা প্রতি সেমিষ্টারে একটি করে অর্থাৎ বছরে তিনটি এবিষয়ক সেমিনারে করে থাকি, যেখানে শিক্ষার্থীদের সাথে সরাসরি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। যেহেতু করোনা পরিস্থিতিতে এবার সেটি সম্ভব হচ্ছে না তাই আমরা এবার অনলাইনে ওয়েবিনার এর আয়োজন করেছি।”

অনলাইনে মেয়েরা যৌন হয়রানী কিংবা বুলিং এর শিকার হলে মানসিকভাবে বির্পযস্ত হয়ে পড়ে তাই এবারের আলোচনায় একজন মনোরোগ বিশেষজ্ঞ রাখা হয়েছে, সেই সাথে এসব বিষয়ে আইনী দিক ছাড়াও বর্তমানে অনলাইনে যৌন হয়রানী অবস্থা সম্পর্কে আলোচনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা ওয়েবিনারে আলোচনা করেবেন। এবং শিক্ষার্থীরা লাইভে যুক্ত হয়ে সরাসির প্রশ্ন করতে পারবে বলে জানান অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।

ওয়েবিনারটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস টিভি থেকে থেকে সম্প্রচারিত হবে।

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleমনের খবর ও স্কয়ার ফার্মার আয়োজনে লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত
Next articleমাস্ক পরলে করোনার ঝুঁকি ৬৫ ভাগ কমে: গবেষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here