অটিজম আক্রান্তদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অটিজম কেয়ার এন্ড এডভান্সমেন্ট সেন্টার এর উদ্যোগে “ইদ মেলা ২০১৯” অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের অটিজম কেয়ার অ্যান্ড এডভান্সমেন্ট সেন্টার এর কার্যালয়ে গত ২১ মে -২৬ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রতিষ্ঠানটির প্রশিক্ষানার্থীদের নিজেদের তৈরী বিভিন্ন পণ্য প্রর্দশিত হয়।
অটিজম কেয়ার অ্যান্ড এডভান্সমেন্ট সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ফারহানা শারমীন জানান, বাচ্চাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কারিগরী প্রশিক্ষণ দেওয়া হয়। তারই অংশ হিসেবে আমাদের বাড়িঘরে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস থেকে বাচ্চারা নিত্য ব্যবহার্য এবং শোভা বর্ধনকারী বিভিন্ন পণ্য তৈরী করেছে। সেগুলি নিয়েই এই মেলার আয়োজন করা হয়।
বাচ্চা এবং অভিভাবকদের বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে মেলায় অংশগ্রহণের পাশাপাশি বাইরের দর্শনার্থীদের সমাগমও ঘটে বলে জানান ফারহানা শারমীন।
এছাড়া স্বাভাবিক কাজের সাথে অভ্যস্ত করার অংশ হিসেবে রমজান মাসে বাচ্চাদেরকে নিয়ে ইফতারের আয়োজন করা হয় বলেও জানান তিনি।