৭০ দিন পর করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে যায়, ইসরায়েলি গবেষকের দাবী

0
15
৭০ দিন পর করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে যায়, ইসরায়েলি গবেষকের দাবী
৭০ দিন পর করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে যায়, ইসরায়েলি গবেষকের দাবী

চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। করোনা ঠেকাতে দেশটিতে চলছে লকডাউন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টিতে সমর্থন জানিয়েছেন। কিন্তু দেশটির এক একাডেমিক ও গবেষক বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না।
ইসরায়েলের খ্যাতনামা একাডেমিক ইসহাক বেন-ইসরায়েলের মতে, করোনা একটি প্যাটার্ন মেনে চলে। দেশটির জাতীয় গবেষণা ও উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইসহাক বেন-ইসরায়েল করোনার বিভিন্ন ধরনের তথ্য পর্যবেক্ষণ করে আবিষ্কার করেছেন যে কভিড-১৯ একটি প্যাটার্ন মেনে চলে।
তার মতে, করোনার প্রাদুর্ভাবের ফলে মৃত্যুর ও আক্রান্তের হার ৪০ দিনের মাথায় সর্বোচ্চ স্তরে পৌঁছায়। আর ৭০ দিনের মাথায় প্রায় শূন্যে নেমে আসে।
ইসহাক বেন-ইসরায়েল বলেন, আমাদের বিশ্লেষণ বলছে, সব দেশেই করোনা একটি অপরিবর্তনীয় প্যাটার্ন মেনে চলছে। আশ্চর্যজনকভাবে, এই প্যাটার্নগুলো মিল রয়েছে যে দেশগুলোতে কঠোর লকডাউন মেনে চলা হচ্ছে আর যে দেশগুলোতে লকডাউন মেনে চলা হচ্ছে না বা সাধারণ জীবন অব্যাহত রয়েছে। তার একটি গবেষণায় এমনটাই লিখেছেন।
১৬ এপ্রিল ইসহাক বেন-ইসরায়েলের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
সূত্র: আনোরাক।

Previous articleউদ্বেগের ফলে বাড়ছে রক্ত সংক্রমণের ঝুঁকি
Next articleকরোনাভাইরাস: নিরাপদ থাকতে ভিটামিন ডি কতটা জরুরী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here