ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)-এর আয়োজনে ৮ এপ্রিল হতাশা ও আত্মহত্যা প্রতিরোধে একটি কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘‘শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতা জরুরি । একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সকলকে জীবনমুখী হতে হবে। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য একটি সুস্থ সমাজ থাকা জরুরি।’’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ কর্মশালায় টেকনিক্যাল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. ফারজানা রহমান এবং উত্তরা উইমেন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. চিরঞ্জীব বিশ্বাসও কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় প্রায় ৪০ জন শিক্ষক, চিকিৎসক, গৃহবধু, ব্যবসায়ী এবং মেডিকেল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
অধ্যাপক হেলাল তাঁর প্রবন্ধে বলেন, ‘‘নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলইে সবকছিুর সঙ্গে মানিয়ে চলা সম্ভব ।’’
অধ্যাপক ডা. ফারজানা তাঁর প্রবন্ধে বলেন, ‘‘পৃথিবীকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে’’।
চিরঞ্জীব বিশ্বাস বলেন, ‘‘মানসিক স্বাস্থ্যকে সবার গুরুত্ব দিতে হবে।’’
বিটিএফ-এর সাধারণ সম্পাদক ফারশিদ ভুইয়া তাঁর মূল প্রবন্ধে বিষণ্ণতার লক্ষণ এবং তা নিরসনে করনীয় নিয়ে আলোকপাত করেন । তিনি বলেন, ‘‘বিষণ্ণতাকে কখনোই অবহলো করা যাবে না।’’
ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচী নিয়ে আলোকপাত করেন। । আত্মহত্যাকে দেশের একটি জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘‘১০ সেপ্টম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসটিকে জাতীয় র্পযায়ে পালন করা উচিত ।’’
উল্লেখ্য, ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) মানুষের, বিশেষ করে শিশু-কিশোরদের আত্মহনন প্রবণতা এবং হতাশা, বিষন্নতা ও অন্যান্য নেতিবাচক প্রবণতা প্রতিরোধে ২০১৪ সাল থেকে কর্মশালা, শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং এবং শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে ।
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।