বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে আজ, ১৫ অক্টোবর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগ জনসচেতনতা বাড়াতে একটি শোভাযাত্রার আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্তরের মানুষকে একত্রিত করা হয়।
শোভাযাত্রায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন নেতৃত্ব দেন। তার সঙ্গে কলেজের অন্যান্য অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এই শোভাযাত্রার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়, যা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ এর মূল প্রতিপাদ্য।
আরও পড়ুন: