সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন

0
25
সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন

গত ২৮/১০/২০২৪ তারিখ, সোমবার ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: অগ্রাধিকার এখনই এই প্রতিপাদ্য নিয়ে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত হয়ে গেল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪।

দিবস টি উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, অফিস স্টাফ সহ গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, ওসমানী মেডিকেল কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য বৃন্দ নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে নগরের একটি অভিজাত হোটেলে দিবসটির প্রতিপাদ্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়-এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. মনিসর চৌধুরী, সিভিল সার্জন, সিলেট। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাইমুন নাহার নাসরিন, মেডিকেল অফিসার (আইসিটি), সিভিল সার্জন এর কার্যালয় সিলেট।

আলোচনা সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী, অধ্যক্ষ, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ; ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, পরিচালক, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. মোঃ আনিসুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য); সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মনরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আর কে এস রয়েল, ডা. নূরে আলম শামীম, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়, সিলেট, ডা. জাহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন, ডা. জন্মেজয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন, সিলেট, ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট এর ১৩টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, এবং মেডিকেল অফিসার (মানসিক স্বাস্থ্যের ফোকাল পার্সন), বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ডা. আব্দুল কাদের; জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ডা. আবির হোসেন, কুষ্ঠ হাসপাতালের ডা. নূপুর চক্রবর্তী, বক্ষ ব্যাধি হাসপাতালের ডা. তামান্না এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

আলোচনার সময় বক্তারা মানসিক ভাবে সুস্থ থাকতে সুস্থ কর্মপরিবেশ এর উপর গুরুত্বারোপ করেন। এ সময় সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আর কে এস রয়েল অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এটিকে প্রাধান্য দিতে সকলকে অনুরোধ জানান।

আলোচনার শেষে সভাপতি ডা. মনিসর চৌধুরী র্যালি এবং আলোচনা সভায় সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সরকারি ছুটি থাকায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতি বছরের ন্যায় অক্টোবর এর ১০ তারিখ পালন করা যায়নি।

সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন

আরও পড়ুন:

Previous articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত
Next articleনিকটজনের আকস্মিক মৃত্যুতে কী ধরনের মানসিক পরিবর্তন হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here