কি করতে পারি? খুব সমস্যায় ভুগছি। সমাধান জানাবেন আর ডাক্তার দেখাতে হলে কোন ধরনের চিকিৎসা নেব? সাইকোথেরাপি, সাইকিয়াট্রি নাকি নিউরোলোজি? জানাবেন প্লিজ।[/vc_message][vc_message style=”square” message_box_color=”white” icon_fontawesome=”fas fa-envelope-open-text” css=”.vc_custom_1612677199054{border-radius: 35px !important;}”]আপনার সমস্যাটি মনোযোগ দিয়ে পড়লাম। হুম, অবশ্যই এসব আপনার জন্য বিব্রতকর। আপনি মাথায় আঘাত পাওয়ার জন্য যেখানে ডাক্তার দেখিয়েছেন তাদের সাথে কি আপনার যোগাযোগ আছে? নাকি এখন আর দেখা করেন না? যদি যোগাযোগ থাকে তবে তাদের সাথেই সরাসরি কথা বলে আপনার বর্তমান সমস্যার সমাধান চাইতেপারেন। তারা প্রয়োজন মতো আপনাকে যেখানে রেফার করলে ভালো হবে নিশ্চয়ই সেখানেপাঠাবেন।
অথবা আপনার সমস্ত কাজগ বা পরীক্ষার রিপোর্টসহ নতুন করে একজন নিউরোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রেইনের কিছু কিছু জায়াগা আছে যেখানে আঘাত লাগলে সাময়িকভাবে এমন কিছু সমস্যা হতে পারে। ভুল হওয়া বা মনে না থাকার মতো হতে পারে। মনোযোগও কমতে পারে। কিন্তু আপনার সমস্যাটি অনেক দিনে হয়ে গেছে, তাই এ বিষয়ে চিকিৎসা নেয়ার যে চিন্তা আপনি করেছেন সেটি অবশ্যই ঠিক আছে। আপনি আপাতত টেবলেট নিওরোল্যাপ ৮০০মি গ্রা, রাতে একটা করে এবং টেবলেট, নেক্সিটাল ৫ মিগ্রা, সকালে একটা করে খেতে পারেন। সেই সাথে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতেপারেন। আপনার সমস্যা দূর হোকে সেই কামনা করছি।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন