মাসিক মনের খবর-এর এপ্রিল সংখ্যা বাজারে

0
80

মাসিক মনের খবর-এর এপ্রিল সংখ্যা এখন বাজারে। পাওয়া যাচ্ছে স্টলে স্টলে। এটি মাসিক মনের খবর-এর ৪র্থ সংখ্যা।
এবারের সংখ্যাটির মূল আয়োজন অটিজম নিয়ে। ২ এপ্রিল পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এপ্রিলের এই বিশেষ দিবসটিকে মাথায় রেখে এ সংখ্যায় রয়েছে অটিজম নিয়ে সমৃদ্ধ আয়োজন।

  • ‘অটিজম কী? কীভাবে বুঝবেন?’ শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ডা. হোসনে আরা।
  • ‘অটিজম ব্যবস্থাপনা: যা জানা প্রয়োজন’ শিরোনামে লিখেছেন ডা. শাহানা পারভিন।
  • ডা. সাদিয়া আফরিন লিখেছেন ‘অটিজমকে জয়: যারা করতে পেরেছেন’ শীর্ষক প্রতিবেদন।
  • ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ লিখেছেন ‘কিভাবে বুঝবেন অটিজম নাকি বিকাশজনিত অন্য কোনো সমস্যা’
  • ‘অটিজম নির্ণয়ের নতুন পদ্ধতি’ লিখেছেন ডা. এস এম ইয়াসির আরাফাত।

বৈশাখে প্রকাশিত এ সংখ্যায় রয়েছে বৈশাখ নিয়েও নানা রচনা।

  • ‘উৎসব বিষয়ে পরিশিষ্ট’ শিরোনামে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক মামুন হুসাইন।
  • ফিরোজ শরীফ লিখেছেন ‘হালখাতা: বিক্রেতা-ক্রেতার সম্পর্ক উন্নয়ন’

অন্যান্য লেখার ভিতর থাকছে-

  • মাদকাসক্তি নিয়ে ‘মাদকের হাতেখড়ি উৎসবে-পার্বণে’ শিরোনামে লিখেছেন ডা. মুনতাসির মারুফ।
  • যৌনস্বাস্থ্য নিয়ে ‘দুশ্চিন্তা প্রভাব ফেলে যৌনতায়’ শিরোনামে লিখেছেন ডা. এস এম আতিকুর রহমান।
  • প্রবীণদের মন নিয়ে ‘ডিমেনশিয়া: ভুলে যাওয়া রোগ’ শিরোনামে লিখেছেন ডা. সাদিয়া তারান্নুম।
  • ‘হিটলারের মনস্তত্ত্ব’ লিখেছেন ফাহিম আহসান আল রশিদ।
  • মানসিক রোগ চিকিৎসার ইতিহাস নিয়ে ‘হাতুড়ি বাটাল দিয়ে কাটা হতো মস্তিস্কের স্নায়ুতন্ত্র’ শিরোনামে লিখেছেন ডা. তৈয়বুর রহমান রয়েল।

এছাড়া রয়েছে ‘ধর্ষণ কি সামাজিক ব্যাধি’ শিরোনামে একটি মনোসামাজিক বিশ্লেষণ। বিশেষ এই প্রতিবেদনটিতে ধর্ষণ নিয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. আনোয়ারা বেগম, মানবাধিকার কর্মী এলিনা খান, সাংবাদিক জাকিয়া আহমেদ, অভিনেত্রী শাহনাজ খুশী প্রমূখ।

  • রাগ নিয়ন্ত্রণের টিপস দিয়েছেন মাহজাবিন আরা শান্তা।

মনের খবর-এর এপ্রিল সংখ্যার বিশেষ আকর্ষণ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎকার
এছাড়াও স্পোর্টস সাইকোলজি নিয়ে আলাপচারিতায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়ার ও কোচ সাইফুল বারী টিটু
এছাড়াও রয়েছে মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট সংবাদ, কুইজ ও প্রশ্নোত্তর পর্ব

Previous articleআপনি বিষণ্ণতা রোগে ভুগছেন
Next articleময়মনসিংহ মেডিকেলে ক্লিনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here