বিএসএমএমইউ’তে আর্ন্তজাতিক সিপিডি ২৩ অক্টোবর

0
32
বিএসএমএমইউ

নর্থ ইস্ট ইংল্যান্ড সাউথ এশিয়া মেন্টাল হেলথ অ্যালায়েন্স NEESAMA (নিসামা) এর উদ্যোগে নিউক্যাসেল ইউনিভার্সিটি’র আয়োজনে আগামী ২৩ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় Continuing Professional Development (CPD) অনুষ্ঠিত হবে। অল্পকিছু সংখ্যক আসন ফাঁকা থাকায় রেজিষ্ট্রেশনের সুযোগ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.ncl.ac.uk/view.php
উল্লেখ্য, মানসকি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের জন্য সকাল এবং বিকাল দুই শিফটে বঙ্গবন্ধু মেডিকেলের মূল হল, ডা. মিলন হল এবং মিল্টন হলে একযোগে তিনটি করে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হবে।
একজন অংশগ্রহণকারী রেজিষ্ট্রেশনের মাধ্যমে সকালের একটি এবং বিকালের একটি করে মোট দুইটি সেশনে অংশগ্রহণ করতে পারবেন।
সকালের সেশনগুলির বিষয়: Suicide, Education for mental health professionals এবং depression across the lifespan। বিকালের সেশনগুলির বিষয়: People living in disadvantaged situations, Dementia এবং substance misuse।

সেশনগুলিতে আন্তর্জাতিক পর্যায়ের মেন্টাল হেলথ প্রফেসনালস বৃন্দ লেকচার প্রদান করবেন। রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রী। অংশগ্রহণে ইচ্ছুকরা উপরে দেওয়া লিংক থেকে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
 

Previous articleঅধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর ৮৫ তম জন্মদিন উদযাপিত
Next articleমানসিক স্বাস্থ্যকে প্রাথমিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here