“মনোকথা” বইমেলায় অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এর লেখা বই

0
271
অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এর লেখা বই ‘মনোকথা” প্রকাশিত

মানসিক স্বাস্থ্য বিষয়ক বই লিখেছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মানসিক রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন।

“মনোকথা” নামক বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা মূর্ধণ্য । বইমেলায় মূর্ধণ্য এর ৩৯৮-৪০০ নম্বর স্টলে “মনোকথা” বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন প্লাটফর্ম রকমারী ডটকম থেকেও পাঠকরা “মনোকথা” বইটি সংগ্রহ করতে পারবেন।
“মনোকথা” বইটি সম্পর্কে অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেন, “শরীর ও মন নিয়েই মানুষের অস্তিত্ব। ইঞ্জিন যেমন যানবাহনকে চালায় তেমনি মনই মানুষের চালিকা শক্তি। শারীরিক স্বাস্থ্যকে অতি গুরুত্ব দিলেও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা উদাসীন। মানসিক স্বাস্থ্য বলতে শুধু অপ্রকৃতিস্থ কিছু রোগীকে কিংবা বুদ্ধি প্রতিবন্ধী বা মাদকাসক্ত ব্যক্তিকেই বুঝায় না। আবার মানসিক স্বাস্থ্য মানেই মানসিক অসুখ নয়। শুধু ব্যক্তি হিসেবেই নয়, পারিবারিক, সামাজিক, বৈশ্বিকসহ জীবনের সর্বক্ষেত্রে সুস্থ থাকার জন্য সুষ্ঠু মানসিক স্বাস্থ্যের বিকল্প নেই। জনগণের অসচেতনতা, লজ্জাবোধ বা নেতিবাচক মনোভাব মানসিক স্বাস্থ্যের উপর অকল্পনীয় প্রভাব ফেলে । তাই জনগণকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার জন্য এই ক্ষুদ্র প্রয়াস। কেউ যদি সামান্যতমও উপকৃত হয় তবেই আমার পরিশ্রম সার্থক হবে।”
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleমহামারীর দুঃসময়ে সঙ্গীর প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি সম্পর্ককে আরও দৃঢ় করবে
Next articleমানসিকভাবে শক্তিশালী থাকতে কি নির্দিষ্ট পরিমাণ মানসিক চাপ জরুরি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here