মনের খবর এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল (৩০ ডিসেম্বর) রাতে মনের খবর টিভিতে প্রচারিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জন বিজয়ী নির্ধারণ করা হয়।
মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ মাহিজাবিন মোর্শেদ, সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, মনের খবর এর ব্যবস্থাপনা সম্পাদক মাফরুহা সূবর্ণা, ডা. মাহবুবা রহমান, ডা. জুর্দি আদম, রুকসানা আক্তার, সুপ্তি দাস চৈতি উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে মনের খবর এর ইংরেজী অনলাইন এর আয়োজনে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনলাইন ভিত্তিক এই প্রশিক্ষণ কর্মশালা কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান Livingworks এর সাথে যৌথভাবে পরিচালিত হবে।
কুইজে প্রথম স্থান অধিকার করেন আমিরুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন মনোয়ারুল ইসলাম মৃদুল এবং তৃতীয় স্থান অধিকার করেন দোলন বাবু।
প্রথম স্থান অধিকারী পাবেন একটি স্মার্ট ফোন, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন স্মার্ট ওয়াচ, তৃতীয় স্থান অধিকারী পাবেন একটি পাওয়ার ব্যাংক।
কুইজ ফলাফল ঘোষণার অনুষ্ঠানটি এখানে দেখুন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে