এভারেস্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড এর সৌজন্যে মনের খবর টিভিতে আত্মহত্যা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
আজ (৯ সেপ্টেম্বর) রাত ১০টায় মনের খবর অনলাইন টিভিতে ওয়েবিনারটি সম্প্রচার করা হবে। আজকের বিষয় “কর্মের মাধ্যমে আশা তৈরি করা”। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন মনের খবর টিভিতে- https://www.facebook.com/monerkhabortv/live/
ওয়েবিনারটিতে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মুহিত কামাল।
ওয়েবিনারটিতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর বর্তমান পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, পাবনা মানসিক হাসপাতালের সাবেক অধ্যাপক সালেমির হোসেন চৌধুরী, রংপুর মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. জ্যোতিময় রায়, কুমিল্লা মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এবং সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল এণ্ড হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডা. আর কে এস রয়েল।
অনুষ্ঠানটির স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা. লিজা মোবাস্সরা এবং মডারেটর হিসেবে থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর মনোরোগবিদ্যা বিভাগের ডা. সুস্মিতা সরকার।
উল্লেখ্য, পৃথিবীতে প্রতিদিন ১ লাখ মানুষের মধ্যে ১৩,০৪২ জন আত্মহত্যা করে। মেয়েদের থেকে ছেলেদের আত্মহত্যার পরিমাণ ৩ গুণ বেশি। পৃথিবীতে প্রতিদিন গড়ে ১৩২ জন আত্মহত্যা করে। আর বাংলাদেশে প্রতি বছরে প্রতি লাখে গড়ে ১২,৮০৮ আত্মহত্যা করে। যা উর্ধ্বমুখী।
বাংলাদেশের মেয়েদের তুলনায় ছেলেদের আত্মহত্যার প্রবণতা বেশি। ২০১৯-২০ কোভিড সময়ে বাংলাদেশে আত্মহত্যা করছে ১৪,৪৩৬ জন। যাদের মধ্যে ২০-৩৫ বয়সের মানুষ বেশি আত্মহত্যা প্রবণ। প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা দিবস পালন করা হয়। বেঁচে থাকার আশা জাগানোর মাধ্যমে, জীবনের মূল্য বুঝানোর মাধ্যমে অনাকাঙ্খিত এই মৃত্যু প্রতিরোধ সম্ভব।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে