প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব। বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর শিক্ষার্থী হিসেবে মেডিসিন অনুষদ থেকে ডক্টর অব মেডিসিন ইন সাইকিয়াট্রি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করায় তিনি এই পদক লাভ করেন।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে ডা. ওয়ালিউল হাসনাত সজীব এর হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করেন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্বে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বর্তমানে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর সহাকরী অধ্যাপক হিসেবে কর্মরত মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব সহকারী অধ্যাপক প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তিরঅনুভূতি জানাতে গিয়ে বলেন-“প্রথমেই স্মরণ করছি আমার শ্রদ্ধেয় বাবা-মা কে, যাদের জন্যই এতদুর আসতে পারা। শ্রদ্ধাভরে স্বরণ করছি প্রফেসর ঝুনু শামসুন্নাহার ম্যাম, প্রফেসর মোহিত কামাল স্যার, প্রফেসর এম এস আই মল্লিক স্যার ও প্রফেসর ফারুক আলম স্যার কে, যাদের হাত ধরেই ফাইনাল পরীক্ষা পাস করেছিলাম। বিশেষ করে ঝুনু ম্যাম এর কথা ভোলার নয়, যিনি একাধারে আমার থিসিস গাইড ছিলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম স্যারকে যিনি আমার থিসিস পরীক্ষার চেয়ারম্যান ছিলেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কোর্স সুপারভাইজার সুলতানা আলগীন ম্যামকে,যিনি আমাকে তৈরী করেছিলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি সালাহউদ্দিন কাওসার বিপ্লব স্যার, নাহিদ মাহজাবিন মোরশেদ ম্যাম, শাহ মহসিন আলী স্যার, হাফিজউদ্দিন চৌধুরী স্যার কে যাদের অবদান অনস্বীকার্য। আরোও কৃতজ্ঞতা জানাচ্ছি মাকসুদ স্যার, সেলিনা ম্যাম, নাফিয়া আপা, ওয়াসিমা আপা, আক্তার ভাই, সাফানা আপা,আতিক ভাই, সিফাত আপা এবং আমার কোর্সমেট, সিনিয়র ও জুনিয়র কলিগদের কে যারা বিভিন্নভাবে আমার পাশে ছিলেন। সবশেষে যার কথা বলব সে আমার সহধর্মিণী অরনব মোস্তারী যে আমার পরীক্ষার তিনটি মাস আমাকে সংসারের সমুদয় ঝামেলা হতে দূরে রেখেছিল।”
আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চেয়ে সকলের দোয়াও কামনা করেন ডা. ওয়ালিউল হাসনাত। উল্লেখ্য, তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর নিয়মিত লেখক এবং মনের খবর অনলাইন পোর্টাল এর বিশেষজ্ঞ সম্পাদক।