মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর জুলাই সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটি একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল-দাম্পত্য সর্ম্পক। যেখানে দাম্পত্য সর্ম্পকের নানা বিষয় ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ। চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে আসায় প্রকাশের প্রথম সপ্তাহেই পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে মনের খবর এর এবারের সংখ্যাটি।
যা রয়েছে “মনের খবর” জুলাই সংখ্যায়–
দাম্পত্য: ভালো লাগা, ভালো থাকা– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা. সৌবর্ণ রায় বাঁধন।
আপনার দাম্পত্য সুরক্ষিত তো- শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আর্চায্য।
বিয়ে পরবর্তী সামাজিক ও পারিবারিক জীবন: প্রতিটি পৃষ্ঠাই অজানা– শিরোনামে আরেকটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন জলালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট এর মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুষ্মিতা রায়।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে সালাম মুর্শেদী-শারমিন সালাম, কাকলী প্রধান-তুষার আবদুল্লাহ এবং আনুশকা মুশাররাত-ফারহান ইমতিয়াজ দম্পতির সাক্ষাৎকার।
মানসিক রোগ বিভাগে রয়েছে ওথেলো সিনড্রোম: স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ- শিরোনামে মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুনতাসির মারুফ এর লেখা।
মানসিক রোগ চিকিৎসা– বিভাগে রয়েছে ওথেলো সিনড্রোম: মনোবিশ্লেষণ-চিকিৎসা শিরোনামে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বাংলা একাডেমী পুরষ্কার জয়ী জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল।
দাম্পত্য সংঘাত শিশুদের ওপর প্রভাব ফেলে- শিরোনামে শিশু মন বিভাগে রয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ এর একটি লেখা।
মাদকের অপব্যবহার: সামাজিক সুস্থতা-অসুস্থতা– শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি এর লেখা।
সুখী দাম্পত্য: সুন্দর শারীরিক সর্ম্পক- শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান।
র্দীঘ দাম্পত্য: অতঃপর সঙ্গীবিহীন মনের অনুভূতি- শিরোনামে যুগে যুগে বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. নাসিরউদ্দিন আহমেদ ।
গবেষণা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন দাম্পত্য সুখ, গবেষকদের প্রেসক্রিপশন শিরোনামে।
মনস্তত্ত্ব বিভাগে নেলসন ম্যান্ডেলা এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. ফাহিম আল রশিদ।
বিয়ে: ভিন্ন গোত্রে ভিন্ন স্থানে ভিন্ন আয়োজন শিরোনামে যুগে যুগে বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা. কৃষ্ণ রায়।
সুখী দাম্পত্য জীবন: সমস্যা ও করণীয় বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহীদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শবনম আযীম, অভিনেত্রী বন্যা মির্জা, ঘটক পাখি ভাই।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা।
এছাড়াও প্রশ্ন-উত্তরের সাথে সাথে মনের খবর জুলাই সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন বিয়ের জন্য মনোসামাজিক প্রস্তুতি শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/