অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মোকাবিলা করতে গিয়ে যদি অত্যাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে ভবিষ্যতে মৃত্যু ঝুঁকি বাড়বে।
এর কারণ হিসেবে বলা হয়, অ্যান্টিবায়োটিকের ক্রমবর্ধমান ব্যবহারে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে আর তখন শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তাই করোনা মোকাবিলা করতে গিয়ে যদি অত্যাধিক অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তাহলে পরে বহু মানুষের মৃত্যু হবে। খবর গার্ডিয়ান।
সোমবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, দেখা যাচ্ছে, শরীরে ব্যাক্টিরিয়াল ইনফেকশন রোধ করার একটা ক্ষমতা তৈরি হচ্ছে। যাকে অ্যান্টি অফ ব্যাক্টিরিয়াল ইনফেকশন বলা যায়। করোনা ভাইরাস আতঙ্কের সময় অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে বিপদের পরিমাণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। এর ফলে শুধু এখন নয়, ভবিষ্যতেও বিপদের মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। বাড়তে পারে মৃত্যুহার।
বিশ্ব স্বাস্থ সংস্থা জানায়, করোনা আক্রান্তদের সামান্য অংশেরই অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন
Home করোনায় মনের সুরক্ষা বিশ্ব পরিস্থিতি করোনায় অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারে মৃত্যু বেশি হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা