মানসিক স্বাস্থ্য সহায়তা ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এ্যাথেনা বাংলাদেশ এর আয়োজনে দেশ বিদেশের খ্যাতানামা প্রবীণ ও নবীণ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশগ্রহণে আসক্তি ব্যবস্থপনা বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ জুলাই (মঙ্গলবার) ঢাকা ক্লাবের সিনহা্ লাউঞ্জে অনুষ্ঠিত ডিসকাশনে খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউ অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, উপ-পরিচালক ডা. তারিকুল আলম, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সিএমএইচ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার ফারুক অনিক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফাতিমা মারিয়া জোহরা, এ্যাথেনা বাংলাদেশের প্রতিষ্ঠতা অ্যাডিকশনোলজিস্ট ডা. ইফতেখার আলম সিদ্দিকী শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে মালোয়শিয়ার অ্যাডিকশনোলজিস্ট ডা. প্রেম কুমার এবং ভারতের কনসালটেন্ট সাইকোলজিস্ট ডা. পিয়া ব্যানার্জী উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী আলোচকরা বিভিন্ন প্রকার আসক্তির বর্তমান প্রেক্ষাপট এবং আসক্তি থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
দেশের মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে এবং মাদকাসক্তি নিরাময়ের ক্ষেত্রে এ্যাথেনা বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।
খুব সুন্দর একটি আয়োজন সাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসায় একটি মাইলফলক।
মানসিক রোগ ও মাদকাসক্তি চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ,সকলের উপকার এ আসবে এ ধরনের কাজ আরো বেশী বেশী সকল জেলা শহরে প্রয়োজন। অভিনন্দন