ইন্টারনেট ব্যবহারে মানসিক স্বাস্থ্য ঝুঁকি!

ইন্টারনেটের ব্যবহার কতটুকু মানসিক স্বাস্থ্যসম্মত? বিশ্বব্যাপি মানসিক স্বাস্থ্য নিয়ে চালানো গবেষনায় দেখা গেছে ইন্টারনেটের ব্যবহার মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অতি ধীর গতিতে এটা মনোজগতকে করছে ক্ষতিগ্রস্ত। আমেরিকান লেখক Nicholas Carr নিশ্চয়তার সাথে বলেন যে, “ইন্টারনেটের ব্যবহার আমাদের চিন্তাজগৎকে সংকীর্ণ করে দিচ্ছে ও সৃজনশীলতাকে ধ্বংস করছে।”

তাঁর মতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এক ক্লিকেই সকল তথ্য পাওয়া যায় বলে আমরা আমাদের স্মৃতিশক্তিকে কাজে লাগাই না। ফলে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে আমাদের স্মৃতিশক্তি।

কম্পিউটার বিজ্ঞানী Ramesh Sitaraman এর মতে, “ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরে ধীরে ধৈর্য্য হারিয়ে ফেলে।”

২০১২ সালে করা এক গবেষনায় Krinan ও Sitaraman দেখিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা কোনো ভিডিও প্লে করার দুই সেকেন্ডের মাঝে প্লে না হলে তা বাদ দিয়ে অন্য একটিতে চলে যায়।

আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক ডেস্ক
মনেরখবর.কম

Previous articleশিশুর মানসিক বিকাশের প্রায় সব জায়গা আমরা ধীরে ধীরে বন্ধ করে দিয়েছি
Next articleমেয়েটার প্রতি আমার কোনো গভীর অনুভূতি ছিল না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here