- কোনো একটা চিন্তা মনে বারবার আসে
- সাধারণত চিন্তাটি হয় অপ্রয়োজনীয় বা অর্থহীন
- অপ্রয়োজনীয় এই চিন্তাটিকে মানুষ মন থেকে সরাতে চায়, পারেনা এবং তবুও বারবার আসে।
- সেই সাথে কাজের বা সবকিছুতে সমস্যা করে।
আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে, আপনার ক্ষেত্রেও ঠিক এমনিটই ঘটছে। এসব কারনে আপনি কাজও ঠিক আগের মতো আর করতে পারেন না। আপনার প্রশ্ন ছিলো, উপায় আছে কি? অবশ্যই উপায় আছে। চিকিৎসা করাতে হবে এবং হয়তো অনেকদিনই আপনাকে চিকিৎসার আওতায় থাকতে হবে। এই রোগটি সাধারণত দীর্ঘমেয়াদি একটি রোগ। আপনি আপাতত ট্যাবলে রিলাফিন ৫০ মিগ্রা সকালে একটা নাস্তার পর শুরু করতে পারেন। তবে চিকিৎসকের সাথে সরাসরি দেখা করাই ভালো। আপনার আরো কিছু টেকনিক হয়তো জানা এবং প্র্যাকটিস করা প্রয়োজন হবে। ভালো থাকতে হলে ওষুধ এবং সাইকোথেরাপি দুটোই দরকার হতে পারে। ধন্যবাদ।
আপনার আরো জানার জন্য এ সংক্রান্ত একটি লিংক দেওয়া হল: https://monerkhabor.com/mental-health/2018/11/20/13742/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ad-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন