অস্বাভাবিক আচরণের ক্ষেত্রে সামাজিক পরিবেশ একটি বড় কারণ

0
314

অস্বাভাবিক আচরণ কিংবা মানসিক রোগের পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। মানসিক রোগের পিছনে কারণটা জানা থাকলে রোগ প্রতিরোধ করতে সহজ হয়ে যায়। এসব রোগের ক্ষেত্রে কারণটা অজানা থাকলে রোগ প্রতিরোধ সহজে সম্ভব হয়ে উঠে না।

অস্বাভাবিক আচরণ ও মানসিক রোগের বিভিন্ন কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ সামাজিক ব্যবস্থা বা সামাজিক পরিবেশ।

মানুষ সামাজিক জীব। মানুষকে সামাজিক ভাবেই, সামাজিক নিয়ম-কানুনের মধ্যে জীবন অতিবাহিত করতে হয়। সামাজিক সব নিয়ম-কানুন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের উপর প্রভাব ফেলে। সামাজিক সকল নিয়ম-কানুন, বিধি- নিষেধ কারো কাছে সহজে গ্রহণযোগ্য আবার কাছে তা অগ্রহণযোগ্য হয়ে উঠে। সামাজিক জটিল কোন পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে সৃষ্টি হতে পারে নানা রকমের অসুবিধা। আর এই নানা রকমের অসুবিধা, অসংগতি থেকে তৈরি হতে পারে মানসিক কোন জটিলতা।

কারণ সামাজিক পরিবেশের সাথে মানসিক অবস্থাটাও জড়িত। সামাজিক ব্যবস্থার মধ্যে শ্রেণি তফাৎ মানসিক চাপের সৃষ্টি করে থাকে। শ্রেণিভেদে দ্বন্দ্ব, যুদ্ধ, দূর্বলের উপর সবলদের অত্যাচার, ধর্মীয় ক্ষেত্রে আঘাত ইত্যাদি বৈষম্যের কারনে মানসিক গোলযোগের সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক সমস্যার কারণেও তৈরি হতে পারে কোন সংঘাত। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অর্থনৈতিক সংকটে থাকা মানুষদের উপর পড়ে যায় বাড়তি চাপ। অর্থনৈতিক অবস্থা নিয়ে ক্ষমতার বড়াই এসব কিছু অস্বাভাবিক আচরণের জন্য দায়ী হতে পারে।

আধুনিকতার পরিবর্তনের সাথে সাথে সামাজিক পরিবর্তন হয়ে থাকে। বয়স্কদের সাথে যুবকদের মতের অমিল, পারিবারিক সম্পর্কে নতুন রূপ ধারন করে। এসব ক্ষেত্রে অনেকসময় তৈরি হয় হতাশা।

এছাড়াও পরিবেশে অনেক সময় প্রাকৃতিক দূর্যোগ যেমন- ঘূর্নিঝড়, বন্যা, ভূমিকম্প ইত্যাদির কারণে বাড়িঘর হারানো,সম্পদ হারানো, প্রিয়জন হারানোর ফলে বড়ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে।

সামাজিক কোন কুসংস্কারও কারো কারো অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায়। মানসিক কোন সমস্যার বা অস্বাভাবিক আচরণের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের সংঘাতও বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক না থাকলে তা ধীরে ধীরে কারো মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি করে।

তাই সামাজিক অবস্থা মানসিক অবস্থা থেকে আলাদা ভাবা যায় না। তাই বলা যায়, অস্বাভাবিক আচরণের ক্ষেত্রে সামাজিক কারণ অনেক ক্ষেত্রে বড় কোন দানবের রূপধারণ করে থাকে।

লিখেছেন:সৈয়দা মুমতাহিনাহ্ সোনিয়া

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleগবেষণা বলছে নারীরা করোনাকালে বেশি একাকিত্বে ভুগছেন
Next articleভালো ঘুম মানসিক চাপ কমিয়ে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়: গবেষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here