অসুস্থ না হলে মাস্ক পরার প্রয়োজন নেই:ডব্লিউএইচও

0
27
অসুস্থ না হলে মাস্ক পরার প্রয়োজন নেই:ডব্লিউএইচও

নিজে করোনাভাইরাসসৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত না হলে কিংবা আক্রান্ত কোনও রোগীর সেবা না করলে মাস্ক পরার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
সোমবার (৩০ মার্চ) সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
তিনি জানান, মাস্ক পরলে যে সাধারণ মানুষ খুব উপকৃত হবে, বিষয়টি সঠিক নয়। মাস্ক সঠিকভাবে না পরলে হিতে বিপরীত হওয়ার প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।
বৈশ্বিকভাবে মাস্ক ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে এ ভাইরাসের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা, যারা প্রতিনিয়ত ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তাদের যদি মাস্ক না থাকে তবে অত্যন্ত ভয়ংকর একটি বিষয় ঘটবে বলেও জানান তিনি।
এসময় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. মারিয়া ভ্যান কেরহোভ বলেন, “যাদের মাস্ক অত্যন্ত প্রয়োজন, কেবল তাদেরই এটি পরা উচিত বলে আমরা মনে করছি। এক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই এটি বেশি প্রয়োজন।” অসুস্থ না হলে প্রয়োজন ছাড়া মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানান তিনি।
এরআগে, গত সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডব্লিউএইচও’র পক্ষ থেকে চিকিৎসকদের জন্য বরাদ্দ চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী “উল্লেখযোগ্য পরিমাণে নেই” বলে সতর্ক করা হয়।
 

Previous articleঘরে থাকা শিশুদের জন্য ইকরিমিকরি এর ভিন্নধর্মী খেলার আয়োজন
Next articleকরোনায় বেড়েছে মানসিক সমস্যা: ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটির সমীক্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here