আজ রবিবার, ২২ ডিসেম্বর, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো 3rd NCP National Conference on Psychiatry 2024 এর প্রাক-সম্মেলন। এ অনুষ্ঠানে দেশের শীর্ষ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে আঘাতমূলক স্মৃতির পুনর্গঠন নিয়ে আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. দেওয়ান এ কে এম এ রহিম এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন আন্দালিব মাহমুদ, এবং প্রতিবেদক ছিলেন ডা. আফসানা বিনতে আনোয়ার।
এরপর গুণগত গবেষণা পদ্ধতির বুনিয়াদি নিয়ে আলোচনা করেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. এম কুমরুল হাসান এবং অধ্যাপক ডা. নিলুফার আক্তার জাহান। ফ্যাসিলিটেটর ছিলেন ডা. মো. মনিরুল ইসলাম, এবং প্রতিবেদক ছিলেন ডা. ইতফাত কবির।
মোটিভেশনাল ইন্টারভিউ সেশনে কথা বলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান এবং ডা. মো. মনিরুল ইসলাম। ফ্যাসিলিটেটর ছিলেন ডা. মো. রাহানুল ইসলাম, এবং প্রতিবেদক ছিলেন ডা. রাইসা রেহনুমা করিম।
অনুষ্ঠানের শেষে সাইকিয়াট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি কুইজ সেশন অনুষ্ঠিত হয়, যার মধ্যে সাইকিয়াট্রির ইতিহাস, এপিডেমিওলজি, সাইকোলজি, সাইকোপ্যাথলজি, সাইকোফার্মাকোলজি এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত ছিল। কুইজ সেশনে মোট আটটি ব্রিগেড অংশ নেয় –
- আবরার ফাহাদ ব্রিগেড- ডা. রাবেয়া, ডা. মো. মাহমুদুর রহমান মিতুল, ডা. তসলিমা বেগম
- আবু সাঈদ ব্রিগেড- ডা. সুতপা বণিক, ডা. জাকারিয়া খান, ডা. ফারজানা আক্তার দোলা
- মীর মুগ্ধ ব্রিগেড- ডা. তানজিরা বিনতে আজাদ, ডা. ফাহিমা তামান্না মুনা, ডা. রেজওয়ান
- সজিব সরকার ব্রিগেড- ডা. জুবায়ের মাহমুদ কামাল, ডা. জান্নাতুল মোবাশ্বেরীন, ডা. শওকত আরা জাহা
- আহনাফ ফায়াজ ব্রিগেড- ডা. সানজিদা ইয়াসমিন, ডা. ফারজানা ইয়াসমিন, ডা. মাহদী ইসলাম
- ওয়াসিম আকরাম সেতু ব্রিগেড- ডা. আসাদুল বারী চৌধুরী অমি, ডা. রাহাত ফাহমিদা হৃদি, ডা. সবনম সাবাহ
- রিয়া গোপ ব্রিগেড- ডা. সৈয়দা রওনক জাহান, ডা. সামিয়া তাসনিম আনিকা, ডা. সাইদা মাহমুদা সিদ্দিকা
- জাহিদুজ্জামান তানভিন ব্রিগেড- ডা. নাঈমুর রহমান, ডা. অনামিকা সরকার, ডা. অরিনা চৌধুরী
কুইজ সেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার এবং অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ। ফ্যাসিলিটেটর ছিলেন ডা. মো. তৈয়বুর রহমান এবং ডা. আনিকা বাশারত।
এ অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে এবং দেশের মানসিক স্বাস্থ্য খাতে নতুন দিকনির্দেশনা প্রস্তাব করে। ৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন আগামী দিনে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: