সিলেট সিভিল সার্জন অফিসে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

0
78

 

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং উপজেলা ও বিভাগীয় পর্যায়ে চিকিৎসা সেবার সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকবৃন্দ ও সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছরের মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার।’

Previous articleসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১২ সাইকিয়াট্রিস্ট
Next articleসার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক হলেন ডা. তারিকুল আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here