সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) মনোরোগবিদ্যা বিভাগে পালিত হয়েছে বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস ২০২৫। শনিবার (২৪ মে) অনুষ্ঠিত এ দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল—“Rethink the Label: Reclaim the Story”।
দিবসটি উপলক্ষে মনোরোগবিদ্যা বিভাগে আয়োজন করা হয় একটি বৈজ্ঞানিক সভা, যেখানে বক্তারা সিজোফ্রেনিয়া নিয়ে বিদ্যমান সামাজিক ভুল ধারণা, চিকিৎসা ব্যবস্থা এবং রোগীদের প্রতি সহানুভূতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সুস্মিতা রায়। তিনি বলেন, “সিজোফ্রেনিয়া শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি একটি পারিবারিক ও সামাজিক বিষয়। এই রোগ নিয়ে আমাদের ভাবনার ধরণ বদলাতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ রায়, ডা. রেজওয়ানা হাবিবা, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, এমডি ও এফসিপিএস ট্রেইনি চিকিৎসকবৃন্দ। সিজোফ্রেনিয়া বিষয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এমডি ফেইজ বি রেসিডেন্ট ডা. মাহমুদুর রহমান মিতুল। সভায় বক্তারা বলেন, সিজোফ্রেনিয়া রোগীদের ‘লেবেলিং’ সংস্কৃতি বন্ধ করতে হবে। এই রোগের সঠিক চিকিৎসা রয়েছে, এবং সামাজিক সহানুভূতি থাকলে রোগীরা সুস্থ জীবনযাপন করতে পারেন।
সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ, যেখানে রোগীর বিভ্রম, অলীক বিশ্বাস, বাস্তবতা থেকে বিচ্যুতি ও আচরণগত অস্থিরতা প্রকাশ পায়। বাংলাদেশে এ রোগে আক্রান্তের হার প্রায় ১ শতাংশ। অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্যে ডা. আহমদ রিয়াদ চৌধুরী বলেন, “এই ধরনের আয়োজন চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।” এ আয়োজন মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে—এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন-