শ্বাসকষ্ট, মানসিক স্বাস্থ্য ও কোভিড বিষয়ক অনুষ্ঠান

শ্বাসকষ্ট, মানসিক স্বাস্থ্য ও কোভিড বিষয়ক অনুষ্ঠান

বীকন ফার্মা নিবেদিত দৈহিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের আন্তঃসম্পর্ক বিষয়ক ধারাবাহিক আয়োজন “বীকন দেহকথা ও দেশজুড়ে মনের খবর”।

অনুষ্ঠানটি আজ (৫ জুলাই, সোমবার) রাত ১০ টায় অনুষ্ঠিত হবে। আজকের বিষয় শ্বাসকষ্ট, মানসিক স্বাস্থ্য ও কোভিড।

আজকের আলোচনায় অংশ গ্রহণ করবেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও বক্ষব্যাধি ও স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন। এছাড়াও থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক এবং শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।

অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন, মনের খবর টিভি (https://www.facebook.com/monerkhabortv/live/)

উল্লেখ্য অনুষ্ঠানটির Scientific Partner- Beacon Pharmaceuticals Limited. Powered By- Hexinor (Trihexphenidyl), Amipride (Amisulpride) এবং Media Partner- Moner Khabor TV.

Previous articleআমি ওসিডি, অ্যাংজাইটি ও সোশ্যাল ফোবিয়াতে আক্রান্ত
Next articleশিশুর মানসিক বিকাশে পিতা-মাতার প্রভাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here