মাগুরা মেডিক্যাল কলেজে ’ডাক্তারদের হতাশা’ বিষয়ে সিএমই অনুষ্ঠিত

0
91

’ডাক্তারদের মধ্যে হতাশা’ শীর্ষক প্রতিপাদ্যে ধারাবাহিক চিকিৎসা শিক্ষা  বা সিএমই প্রোগ্রাম আয়োজন করেছে মাগুরা মেডিক্যাল কলেজের মেডিক্যাল অ্যাডুকেশন ইউনিট (এমইইউ) ও সাইকিয়াট্রি বিভাগ।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় কলেজের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজটির পরিচালক ডা. জাহাঙ্গীর আলম শিপন ও মাগুরা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসীন উদ্দীন ফকির।

সেমিনারে বক্তা হিসেবে ছিলেন মাগুরা মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নূর আহমেদ গিয়াসউদ্দীন। তিনি সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন। ‍হতাশাকে একটি মানসিক ব্যাধী হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এটি সমাজের সব শ্রেনির মতো চিকিৎসকদের মধ্যেও উপস্থিত আছে এবং চিকিৎসকরা যেহেতু একটি কর্মমুখী জীবন পরিচালনা করে সেহেতু তাদের মধ্যেও হতাশা ও মানসিক চাপজনিত সমস্যা বেশি লক্ষণীয় বলে বক্তব্যে তুলে ধরা হয়।

সভাটি পরিচালনা করেন মেডিক্যাল অ্যাডুকেশন ইউনিটের প্রধান ডা. এ টি এম আব্দুল্লাহেল কাফী।

Previous articleব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Next articleবিশ্ব শিশু দিবস আজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here