বগুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাথমিক স্বাস্থ্য সেবায় মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক দক্ষতা বাড়াতে র্দীঘদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে এবার বগুড়া জেলার উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের দেওয়া হল মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ।

‘মেন্টাল হেলথ গ্যাপ ইন্টারভেনশন’ কর্মসূচির আওতায় ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি গত ২-৪ অক্টোবর বগুড়ায় হোটেল মম ইনে অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলার ১২ উপজেলা থেকে ২০ জন স্বাস্থ্যকর্মী এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. অভ্র দাস ভৌমিক, ডা. নিয়াজ মোহাম্মদ খান, ডা. জিনাত ডি লায়লা, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের ডা. শাহরিয়ার ফারুক অনিক বিভিন্ন সেশন পরিচালনা করেন।

এ সম্পর্কে প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম প্রশিক্ষক ডা. হেলাল উদ্দিন আহমেদ জানান, আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিশষজ্ঞের ঘাটতি রয়েছে। তাই মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা বিপুল সংখ্যক মানুষকে মানসিক স্বাস্থ্য সেবার আওতায় আনতে প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়ছে।

ধারাবাহিক এই কার্যক্রম দেশে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও সহায়ক হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে রাষ্ট্র, সামাজিক, ব্যক্তি সকল পর্যায়ের সদিচ্ছার প্রতি গুরুত্বারোপ করেন এই মানসিক রোগ বিশেষজ্ঞ।

 

 

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleকমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা
Next articleগর্ভবতী মায়ের খাদ্যাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here