আজ ২৩ ফেব্রুয়ারি রাত ৯.৩০ মিনিটে মনের খবর আয়োজন করতে যাচ্ছে একটি লাইভ ওয়েবিনার। মনের খবরের এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড । অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছেন মনের খবর টিভি ।
লাইভ ওয়েবিনারের মূল বিষয় হলো – Vortioxetine: A New Era in Depression Management -More than SSRI, Lifts Mood to the Sky।
ওয়েবিনারের মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন- বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান (এক্স.) অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এবং ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ডা. মশিউর রহমান ।
প্যানেল অফ এক্সপার্ট হিসেবে উপস্থিত থাকবেন – অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী , অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন , অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোরশেদ , ডা. মো. মাহবুবুর রহমান , ডা. পঞ্চানন আচার্য্য , ডা. জিনাত ডে লায়লা, ডা. মো. সৈয়দ ইমাম ওয়ালিদ।
অনুষ্ঠানটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সৌজন্যে ২৩ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯.৩০ টায় মনের খবর টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।
ইভেন্ট লিংক এর জন্য এখানে ক্লিক করুন- LIVE WEBINAR