মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আধুনিকায়িত জরুরি বিভাগ উদ্বোধন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (এনআইএমএইচ) আধুনিকায়িত জরুরি সেবা বিভাগ উদ্বোধন হয়েছে। বিশেষায়িত এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মাদ খুরশীদ আলম।

শনিবার (২৫ মার্চ) এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জরুরি বিভাগের চিকিৎসকদের পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্বপালনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, চিকিৎসক, নার্স যারা আছেন- তারা যদি একটু সদয় হন তাহলে এই সেবাটা চালু থাকবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপ-পরিচালক ও সহযোগী অধ্যাপক, ডা. তারিকুল আলম, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. মেখলা সরকার, ডা. অভ্রদাস ভৌমিক, ডা. মুনতাসীর মারুফ, ডা. নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ।

আধুনিকায়িত জরুরি সেবার আওতায় এখন থেকে ২৪ ঘন্টা জরুরি সেবা পাওয়া যাবে এবং জরুরি বিভাগেই পূর্ণাঙ্গ প্রাথমিক চিকিৎসা পাওয়া যাবে।

জানা যায়, এর আগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দুপুর ২টা থেকে পরবর্তীদিন সকাল ৮টা পর্যন্ত জরুরি সেবা পাওয়া যেত এবং সেটা অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে দেয়া হতো। এখন থেকে এই সেবা পাওয়া যাবে চব্বিশ ঘন্টা। দ্বিতীয়ত- এখন থেকে অন্যান্য বিভাগের সাথে সমন্বয় ছাড়াই পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হবে, প্রয়োজন সাপেক্ষে রোগীকে জরুরি বিভাগের ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হবে। সর্বোচ্চ তিনদিন জরুরি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর রোগীকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হবে। তৃতীয়ত- মেডিক্যাল অফিসার ছাড়াও এখন থেকে ২৪ ঘন্টা জরুরি বিভাগে কনসালটেন্ট থাকবে।

চাইল্ড এন্ড এডোলুসেন্ট সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক, ডা. নিয়াজ মোহাম্মদ খান মনের খবরকে জানান, এনআইএমএইচে জরুরি বিভাগ আগেও ছিল। তবে আগের সেবার সাথে তিনটা বিষয়ে মানোন্নয়ন এবং পূর্ণাঙ্গ নতুন চিকিৎসা সেবা যুক্ত করার মধ্য দিয়ে এই বিভাগকে আধুনিক করা হয়েছে।

/এসএস/মনেরখবর/

Previous articleসিলেটে প্রথম বর্ষের মেডিক্যাল শিক্ষার্থীদের ১৫.৩৮ জন ওসিডি আক্রান্ত
Next articleঢাকায় জাতীয় সাইকিয়াট্রি কনফারেন্স ১৯ সেপ্টেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here