‘ডায়াবেটিস রোগীর সেবা’ শীর্ষক লাইভ ওয়েবিনার

0
71

বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষ্যে ‘ডায়াবেটিস রোগীর সেবা’ শীর্ষক লাইভ ওয়েবিনারের আয়োজন করেছে মনের খবর টিভি।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানটি মনের খবর টিভির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হবে।

অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে যুক্ত হবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো ফরিদ উদ্দিন।

প্যানেল এক্সপাার্ট হিসেবে আলোচনা করবেন, স্যার সলিমুল্লুাহ মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডা. মীর মোশাররফ হোসেন (মামুন), বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পরিচালক, অধ্যাপক ডা. মো. রুহুল আমিনদ, বিএসএমএমইউ মনোরোবিদ্যা বিভাগের সিনিয়র অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।

এছাড়াও থাকবেন ঢাকা মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক, ডা. মঈনুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক, ডা. এম.এ হালিম খান।

উপস্থাপনা করবেন বিএসএমএমইউ এন্ডোক্রাইনোলজি বিভাগের ফেইস বি রেসিডেন্ট, ডা. মো. সোহেল রানা ভূঁইয়া।

পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন মনের খবর টিভির ফেসবুকে পেজে। ক্লিক করুন এখানে

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

/এসএস/মনেরখবর/

Previous articleএবার ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার কথা বললেন জেমি সিডন্স
Next articleব্রিটিশ বাংলাদেশি সাইকিয়াট্রিস্টস এসোসিয়েশনের ৬ষ্ঠ রি-ইউনিয়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here