বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট, সিলেট (বাপসিল)-এর যৌথ যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগে। গত বুধবার (২১ মে) অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন বিএপি ও বাপসিল এর নেতৃবৃন্দ সহ অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞরা।।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপি সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক ও বিএপি যুগ্ম সদস্য সচিব অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ শামসুল আহসান ও ডা. মো. রাহেনুল ইসলাম।
এছাড়াও সভায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আহমদ রিয়াদ চৌধুরী এবং অধ্যাপক ডা. সুস্মিতা রায়সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বাপসিল-এর নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট, সিলেটের সভাপতি অধ্যাপক ডা. কাওসার আহমেদ।
মতবিনিময় সভায় দেশের মনোরোগবিদ্যা চর্চার বর্তমান অবস্থা, পেশাগত দক্ষতা উন্নয়ন, বিভাগীয় লিয়াজোঁ, মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিশেষজ্ঞ পদায়ন, ‘জুলাই ট্রমা’ মোকাবেলায় করণীয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মনোরোগবিদ্যায় আন্তঃবিভাগীয় সহযোগিতা ও নীতিগত অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট চিকিৎসকদের উদ্দেশ্যে একাডেমিক লেকচার প্রদান করেন অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব ও অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ। পরে বিএপি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন সিওমেক-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর সঙ্গে।
উল্লেখ্য, এ সভা দেশের মানসিক স্বাস্থ্য খাতে পেশাগত ও নীতিনির্ধারণী সংলাপ জোরদার করতে ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন-