দিনে প্রায় ৪-৫ বার অজ্ঞান হয়ে যায়, কান্নাকাটি করে আবার হেসে ওঠে
প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রতিদিনের চিঠি
চিঠি
সম্পর্কে আমার এক চাচাতো বোন বয়স ২১ বছর। সে প্রায় দু বছর যাবত- হঠাৎ হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেঁসে ওঠে আবার দেখা যায় অজ্ঞান হয়ে যায় দাঁত লেগে থাকে। তার মা-বাবা গত দুই বছর যাবত বিভিন্ন হুজুরের পানি পড়া তেল পড়া— মোবাইলে বিভিন্ন সূরা ছেড়ে তার সামনে রাখছে। এভাবে সুস্থ অসুস্থ্যের মধ্যে প্রায় দুই বছর চলে গেল কিন্তু স্বাভাবিক সুস্থতা এখনো হচ্ছে না। আমি অনেকবার উনাদের বলেছি মানসিক হাসপাতালে দেখানোর জন্য। ইবনেসিনা হসপিটালে দেখানোর পরে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেছে তার কোন সমস্যা নেই। কিন্তু এইভাবে দিনে প্রায় ৪-৫ বার অজ্ঞান হয়ে যায় কান্নাকাটি করে আবার হেসে ওঠে।
উত্তর
আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টি বোঝার জন্য সেই সাথে আমাদের সাথে যোগাযোগ করারা জন্য। এ বিষয়গুলো, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো মানুষ বুঝতে চায় না। আপনাকে আবারও ধন্যবাদ সমস্যাটি বুঝে প্রয়োজনীয় চিকিৎসার আওতার আনার চেষ্টা করার জন্য।
আপনার বোনের রোগের নাম কনভার্সান ডিজঅর্ডার। আমাদের এই অনলাইন পত্রিকায় এই বিষয় নিয়ে অনেক কথা লেখা আছে, পড়তে পারেন। সেই সাথে ওদেরকেও পড়তে বলতে পারেন। আমার ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কন্টেন্ট আছে (নিচে ভিডিওর লিংক দেয়া আছে)।
আপনারা কি ঢাকায় থাকেন? থাকলে দেরী না করে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করেন। ঢাকার বাইরে থাকলে মনের খবর ফর কেয়ারে অনলাইনে দেখানোর সুযোগ আছে। প্রীতি – দেশের বড় বড় সাইকিয়াট্রিস্টদের সার্ভিস, বা কম খরচে – যত্ন, নামের কার্ড সার্ভিস। দুটোতেই মানসিক রোগের ডাক্তারগণ চিকিৎসা দিবেন। একটা কথা মনে রাখতে হবে কোনো রোগই কিন্তু চিকিৎসা ছাড়া ভালো হয় না। সুতরাং যত দেরী তত সমস্যা। যেহেতু বয়স ২১, আমার মনে হয় আপাতত টেবলেট মিটাপ্রেক্স ৭.৫মিগ্রা, রাতে একটা শুরু করতে পারে। আরেকটা কথা এই রোগের জন্য ওষুধের পাশাপাশি কাউন্সিলিং বা সাইকোথেরাপিও দরকার হবে। ভালো থাকুন। অন্যদের প্রতি ভালোবাসার যে অভ্যাস সেটা সবসময় যেনো থাকে সেই কামনা করি।
বিভ্রান্তিকর মানসিক রোগ , কনভার্সন ডিজঅর্ডার সম্পর্কে জানুন-
ইতি,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ।
মগবাজার রেইল গেইট।
অনলাইন: ০১৮৪৪৬১৮৪৮