গত ২০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সময় এখনই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন অনুষ্ঠিত হয়। র্যালিটি শুরু হয় সকাল ৯টায় হাসপাতাল বিল্ডিং থেকে এবং এটি কলেজ পর্যন্ত গমন করে। এরপর হাসপাতালের কনফারেন্স রুমে একটি সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. শেখ সাদেক আলী, প্রিন্সিপাল, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ডা. এটিএম নুরুজ্জামান, হাসপাতালের ডিরেক্টর; এবং ডা. মো. শাহাব আহমেদ, ইন্টার্নাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। সভাপতিত্ব করেন ডা. জলধি নাথ রায়, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রির সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। সঞ্চালনায় ছিলেন ডা. মো: নাজমুল হোসেন শাহ, মনোরোগ বিশেষজ্ঞ।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. নাহিদ আফসানা জামান কওমী। তিনি তার বক্তব্যে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন কৌশল ও মানসিক স্বাস্থ্য নীতির গুরুত্বের উপর আলোকপাত করেন। এছাড়া, কর্মক্ষেত্রের চাপের মাঝে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মেডিসিন বিভাগের সম্মানিত ফ্যাকাল্টি, চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূলত, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজনটি বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল।
আরও পড়ুন: