‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন ও শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ শীর্ষক প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪’।
মঙ্গলবার (২ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের মানসিক রোগ বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের মানসিক রোগ বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবদুল কাদের।
উপস্থিত ছিলেন মনোরোগ বিভাগের সহকারী রেজিস্টার ডা. সজীব আবেদিন, ডা. মো. কবির হাসান পারভেজসহ সংশ্লিষ্টরা।
বিশ্বব্যাপী অটিজম সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হয়।
(মনেরখবর/০২এপ্রিল/এসএস)