অনুষ্ঠিত হলো ‘খুমেক’ সাইকিয়াট্রি বিভাগের বৈজ্ঞানিক সেমিনার

0
72

খুলনা মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগ কর্তৃক গতকাল খুলনার স্থানীয় এক হোটেলে, “বাইপোলার ডিসঅর্ডার চ্যালেঞ্জ এবং ব্যবস্থাপনা নিশ্চিতকরণ” বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়েছিল। মনোরোগবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. এস এম ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তা হিসেবে ছিলেন ডা. এস এম সাইফুল ইসলাম (রাজু),অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব সাইকিয়াট্রি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রিয়াঙ্কা কর এবং ডা. রুপা হুই, সহকারী রেজিস্ট্রার, সাইকিয়াট্রি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। সেমিনারে আরো উপস্থিত ছিলেন- মেডিসিন এবং নিউরোসায়েন্স অনুষদের অনেক বিশেষজ্ঞ, মধ্য-স্তরের ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তাররা।

সোমবার, উক্ত সেমিনারে বক্তরা বাইপোলার ডিজঅর্ডারের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

”বাইপোলার ডিসঅর্ডারের রোগীদের পর্যবেক্ষণে কাজ করার আগ্রহ বাড়ছে, যেখানে কাজ, শিক্ষা, সামাজিক জীবন, পরিবার এবং জ্ঞানের মতো নির্দিষ্ট ক্ষেত্রগুলোর উপর জোর দেয়া হচ্ছে।”

সাধারণ মানুষদের মাঝে এই রোগের বিষয়ে ব্যাপক বাড়ানোর লক্ষ্যে এমন সেমিনার, সভা আরো করার চিন্তার কথা বলেছেন আয়োজক এবং উপস্থিত বক্তরা। 

Previous articleবাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর ২য় এনসিপি, ১৯ সেপ্টেম্বর ২০২৩
Next articleডেঙ্গু শক সিন্ড্রোম- যে বিষয়ে চিকিৎসক’রা বেশি চিন্তিত হন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here