চাঁদপুর মেডিক্যালে প্রিন্সিপাল পদে সাইকিয়াট্রিস্টস হারুন অর রশিদ

বরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন প্রিন্সিপাল ডা. মো. হারুন অর রশিদ

চাঁদপুর মেডিক্যাল কলেজে প্রিন্সিপাল পদে যোগদান করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ। বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে গত ২ নভেম্বর (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের এক প্রজ্ঞাপনে পদোন্নতিসহ বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মল্লিকা খাতুনের সই করা প্রজ্ঞাপনে সাত কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হয়।

নতুন কর্মস্থলে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় মনের খবরকে অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ বলেন, ‘‘অধ্যাপক হিসেবে কুমিল্লা মেডিক্যাল কলেজে ছিলাম। সেখান থেকে অধ্যক্ষ পদে পদায়ন হওয়া স্বাভিকভাবেই আমি আনন্দিত। বিশেষ করে একজন সাইকিয়াট্রিস্টস হিসেবে ভালো লাগাটা অনেক বেশি। প্রিন্সিপাল হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ সচেতনতা বাড়াতে সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে পারবো।’’

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে নতুন প্রিন্সিপালকে বরণ ও বিদায়ী প্রিন্সিপাল অধ্যাপক ডা. জামাল সালেম উদ্দিনকে বিদায়ে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বিদায় ও বরণ অনুষ্ঠান আয়োজন করে।

উল্লেখ্য, অধ্যাপক ডা. হারুন অর রশিদ স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা হিসেবে কুমিল্লা মেডিক্যাল কলেজে সাইকিয়াট্রি বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। সাইকিয়াট্রিস্টসের অধ্যাপক হিসেবে তিনি তৃতীয় মনোরোগ বিশেষজ্ঞ- যিনি কোনো সরকারি কলেজের প্রিন্সিপাল পদে পদন্নোতি পেলেন।

/এসএস/মনেরখবর/

Previous articleএক্সিম-অন্যদিন পুরস্কার পাওয়ায় আনোয়ারা সৈয়দকে বিএপির শুভেচ্ছা
Next articleডিভাইস যেন শিশুর নিয়ন্ত্রক না হয় : বাকাম সম্মেলনে আনোয়ারা সৈয়দ হক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here