সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন সাহিত্য পুরস্কার ২২’ পাওয়ায় কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হককে শুভেচ্ছা জানিয়েছে মনোরোগ বিশেষজ্ঞদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস’ -বিএপি।
শনিবার (১২ নভেম্বর) সন্ধায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দকে ফুলেল শুভেচ্ছা জানান বিএপি’র সভাপতি মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ওয়াজিল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মোহিত কামাল, সহ-সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, শিল্প সাহিত্য চর্চার পাশাপাশি আনোয়ারা সৈয়দ হক একজন মনোরোগ বিশেষজ্ঞ ও সিনিয়র অধ্যাপক। বর্তমানে বারডেম হাসপাতালে মনোরোগ বিভাগে বিশেষজ্ঞ ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য শনিবার (১২ নভেম্বর) বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে ক্রেস্ট, সনদ ও ৫ লক্ষ টাকা মূল্যামানের চেক তুলে দেওয়া হয়।
বিকাল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম।
অন্যপ্রকাশের পাক্ষিক অন্যদিন এর উদ্যোগে ও এক্সিম ব্যাংক লিমিটেড এর সৌজনে প্রবর্তিত ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন সাহিত্য পুরস্কার ২২’- বরাবরের মতো এবারও দুজন কথাসাহিত্যিককে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
নবীন সাহিত্য শ্রেণিতে (অনূর্ধ্ব ৪০) ফানুস উপন্যাসের জন্য এবার এ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক মৌরি মরিয়ম। এবারের পুরস্কারের আর্থিক মূল্যমান ছিলো ৫ ও ১ লক্ষ টাকা।
পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনোয়ারা সৈয়দ হক বলেন, ”এতো টাকার পুরস্কার আমি পাইনি। এতো টাকা দিয়ে কী করবো চিন্তায় পড়ে গেছি। অনেকে অনেক পরামর্শ দিতে শুরু করেছে। কেউ কেউ মনে করছে আমি একটা রিসোর্ট খুলে ফেলতে পারব। যাইহোক, হুমায়ূন আহমেদকে ধন্যবাদ। এক্সিম ব্যাংক ও অন্যদিনকে ধন্যবাদ। আমি সিদ্ধান্ত নিয়েছি- শৈশবে যে স্কুলে পড়েছি, যেখান থেকে মেট্রিক পাশ করেছি সেখানে এই টাকা দান করব গরীব শিক্ষার্থীদের জন্য”।
এক্সিম-অন্যদিন হুমায়ূন সাহিত্য পুরস্কার পেলেন মনোচিকিৎসক অধ্যাপক আনোয়ারা বেগম
/এসএস/মনেরখবর/