প্রবীণ কথাশিল্পী ক্যাটাগরিতে সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২২’-এ ভূষিত হলেন প্রখাত মনোরোগ বিশেষজ্ঞ, প্রয়াত কবি শামসুল হকের সহধর্মিণী অধ্যাপক ডা. আনোয়ারা বেগম (আনোয়ারা সৈয়দ হক)।
সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আজ শনিবার (১২ নভেম্বর) বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার তুলে দেয়া হয়।
বিকাল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম।
অন্যপ্রকাশের পাক্ষিক অন্যদিন এর উদ্যোগে ও এক্সিম ব্যাংক লিমিটেড এর সৌজনে প্রবর্তিত ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন সাহিত্য পুরস্কার ২২’- বরাবরের মতো এবারও দুজন কথাসাহিত্যিককে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
নবীন সাহিত্য শ্রেণিতে (অনূর্ধ্ব ৪০) ফানুস উপন্যাসের জন্য এবার এ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক মৌরি মরিয়ম। এবারের পুরস্কারের আর্থিক মূল্যমান ছিলো ৫ ও ১ লক্ষ টাকা।
আনোয়ারা সৈয়দ হক সাহিত্যিক এবং কবি সৈয়দ শামসুল হক এর সহধর্মীণি হিসেবে ব্যাপক পরিচিত হলেও তিনি একজন প্রখাত মনোরোগ বিশেষজ্ঞ। পেশাগত জীবনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে মনোরোগ বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আনোয়ারা সৈয়দ হক এর আগেও বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০) এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান একুশে পদক (২০১৯)।
তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে- উপন্যাস সোনার হরিণ, বাড়ি ও বনিতা, ভালোবাসার লাল পিঁপড়ে, কার্নিশে ঝুলন্ত গোলাপ, সেই প্রেম সেই সময়, দুই রমণী, উদয় মিনাকে চায়, গল্পগ্রন্থ আয়নার বন্দি, গলে যাচ্ছে ঝুলন্ত পদক, অন্ধকারে যে দরজা, পূর্ণিমায় নখের আঁচড়, নিশিগন্ধা, কাব্যগ্রন্থ- মেয়ে হয়েছি বেশ করেছি, কিছু কি পুড়ে যাচ্ছে কোথাও, আমার শয্যায় এক বালিশ-সতীন, শিশুতোষ গ্রন্থ- ছানার নানাবাড়ি, ছানা ও মুক্তিযুদ্ধ, হানাদার বাহিনী জব্দ, হায়নাদের হয়রানি। এছাড়াও প্রবন্ধ গ্রন্থ- নারীর কিছু কথা আছে, নারীর কোনো কথা নাই, কিশোর-কিশোরীর মন ও তার সমস্যা ইত্যাদি। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘ছানার নানাবাড়ি’ (১৯৭৬) এবং প্রথম উপন্যাস ‘তৃষিতা’ (১৯৮২)।
উল্লেখ্য, আনোয়ারা সৈয়দ হক ‘মনের খবর’ এর একজন সম্মানিত উপদেষ্টা। মনের খবর’র আনুষ্ঠানিক পথচলার শুরুরদিনে দেশের প্রখ্যাত আরো দুই মনোরোগ বিশেষজ্ঞের সাথে অধ্যাপক ডা. আনোয়ারা বেগমকেও আজীবন সম্মাননা প্রদান করে মনের খবর এবং বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ।
উল্লেখ্য, প্রতিবছর এক্সিম ব্যাংকের সৌজন্যে অন্যদিন ম্যাগাজিন সাহিত্যে অবদানের জন্য প্রবীণ ও নবীন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে। ২০১৫ সাল থেকে এই পুরস্কারের প্রচলন হয়।
/এসএস/মনেরখবর/