বিশ্ববিখ্যাত গবেষণা জার্নাল ফ্রন্টিয়ার্সে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি গবেষক, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম।
সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা জার্নালে ‘পাবলিক মেন্টাল হেলথ’ বিভাগের অ্যাসোসিয়েট এডিটর পদে সম্প্রতি তিনি নিয়োগ পেয়েছেন।
মনের খবর‘কে গবেষক রবিউল ইসলাম জানিয়েছেন, ফ্রন্টিয়ার্স বিশ্বব্যাপী পরিচিত স্বনামধন্য পাবলিশার্স। তারা সাইন্টিফিক গবেষণা পাবলিশ করে। স্বাস্থ্য নিয়েও কাজ করে। তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য বিভাগে প্রকাশিত জার্নাল বিভাগে সম্প্রতি আমি সহযোগী সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছি।’
ফ্রন্টিয়ার্স- বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান-সহ নানা বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকেদের গবেষণা জার্নাল প্রকাশ করে থাকে। উন্মুক্ত প্লাটফর্ম হিসেবে এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ জার্নালের প্রকাশক।
ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, বেলজিয়ামে এর অফিস রয়েছে। প্রতিষ্ঠানটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লাউসেন শহরে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় হাজার গবেষক কাজ করেন এই প্রতিষ্ঠানে। ২০০৭ সালে মনোবিজ্ঞানী কামিলা মার্করাম ও স্নায়ুবিজ্ঞানী হেনরি মার্করাম এটি প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য, রবিউল ইসলাম পেশাজীবনে সানোফি বাংলাদেশে অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’ (ইউএপি) -এ ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেন্টাল হেলথের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজীয় হ্যারল্ড ইলিয়ট ভারমাস প্রতিষ্ঠিত ‘প্লস ওয়ান’ জার্নালে অ্যাকাডেমিক এডিটর হিসেবে কাজ করছেন।
/এসএস/মনেরখবর/