সায়েন্টিফিক কনফারেন্সে যোগ দিতে পারবেন ইন্টার্ন চিকিৎসকরা

0
67

প্রথমবারের মতো “ন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স অব সাইকিয়াট্রি” আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের মানসিক রোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। আগামী ২১ ডিসেম্বর কনফারেন্সটি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএপি’র সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।

কনফারেন্সটিতে ইন্টার্ন চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়ে বিএপি’র সাধারণ সম্পাদক জানান, চলতি বছর আমরা সকল সদ্য স্নাতক পাশ করা ইন্টার্ন চিকিৎসকদে অর্থাৎ যারা মনোবিদ্যায় কর্মজীবনের পরিকল্পনা করছেন বা আগ্রহী তাদের আমাদের সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস

ডা. তারিকুল আলম আরো জানান, ইন্টার্ন চিকিৎসকরা সম্মেলনের সকল সুযোগ সুবিধাও পাবেন। আমি বিশ্বাস করি আপনারা (ইন্টার্ন চিকিৎসক) সম্মেলনের মাধ্যমে অনেক উপকৃত হবেন।

প্রত্যেক মেডিকেল কলেজ থেকে ২ জন করে মোট ২০ জন ইন্টার্ন চিকিৎসক নির্বাচন করা হবে। কনফারেন্সটিতে যোগ দিতে আগ্রহীদের আগামী ২৫ নভেম্বর, ২০২১ এর মধ্যে sum.tariq@gmail.com ইমেইলে জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleযৌন মিলনে গেলে এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়
Next articleস্ট্রোকের অজানা কথা জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here