১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে হেলথ টিভির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) আব্দুল আলী মিয়া।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মনিলাল আইচ লিটু, অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক ডা. মো. জাকিউর রহমান ও ডা. সেলিনা সুলতানা।
হাই-টেক-মডার্ণ সাইকিয়াট্রিক হসপিটাল নিবেদিতে সভায় অধ্যাপক মেজর (অব.) ডা. আব্দুল ওয়াহাব মিনার এর সভাপতিত্বে বক্তারা “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” এই প্রতিপাদ্য বিষয়ের ওপর মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে