সেইরাত, এইরাত!
হয়তো, এক নববিবাহিতা স্ত্রী তার স্বামীর বুকে মাথা রেখে মাত্র ঘুমের প্রস্ততি নিচ্ছিলেন,
হয়তো, এক মমতাময়ী মা তার আদরের সন্তানকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলেন মাথায় হাত রেখে।
হয়তো, কোন এক সুখী পরিবার খাবারের টেবিলে সজনে ডালের শেষ চুমুক দিচ্ছিল।
হয়তো, উঠতি কোন এক তরুণ মিষ্টি মিষ্টি প্রেম আর স্বপ্ন নিয়ে খেলছিল আর সেই রাত টা জেগে জেগেই কাটাবে বলে ভেবেছিল।
কিন্ত যে রাত টা হতে চলেছে ইতিহাসের জঘন্যতম রাত,
যে রাত টা হতে চলেছে কাপুরুষের অস্ত্রের ঝনঝনানির রাত,
যে রাত টা হতে চলেছে আগুনের আর নিপীড়নের,
যে রাত টা হতে চলেছে একটি কালরাত্রি,
সেই রাতে যে এসব প্রেম ট্রেম, আদর ভালোবাসা সব যে ছাই ভস্ম হয়ে উঁড়ে যায়!
রাজারবাগ পুলিশ লাইন থেকে পলাশী..
তাতীবাঁজার, শাখারী পট্টি সব দাউ দাউ করে জ্বলছে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বের করে দেয়া হচ্ছে,
কোন কোন ছাত্রকে দিয়ে আবার খোঁড়ানো হচ্ছে আরেক ছাত্রের জন্যে কবর।
কামান বাহী গাড়ি দাপিয়ে বেড়াচ্ছিল শুনেছি, শহরবাসীর আর্তনাদে ভারী হয়ে যাচ্ছিল আকাশ বাতাস।
আর্তনাদ কে ছাপিয়ে গোলাবারুদের উল্লাস, গোলা বারুদের উল্লাস কে ছাপিয়ে একদল নিকৃষ্ট কীটের উল্লাস।
হায়, মানুষের চেয়ে কীটেদের আওয়াজ ও কখনো তীব্র হয়!!
হয়, হয়, সেই রাতেই হয়, যেই রাতে বারুদের গন্ধ, বাংলার মানুষের পোঁড়া লাশের গন্ধ, একাকার হয়ে যায়।
হয়, হয়, সেই রাতেই হয়, যেই রাতে মায়ের -বোনের -স্ত্রী র উলংগ দেহ দেখতে দেখতে মৃত্যু হয় পুরুষের।
হয়, হয়, সেই রাতেই হয়, যেই রাতে বাবার -ভাইয়ের- স্বামীর থেতলে যাওয়া, পুড়ে যাওয়া দেহ দেখতে দেখতে মৃত্যু হয় নারীর।
হয়, হয়, সেই রাতেই হয়, যেই রাতে কালো ফ্রেমের চশমার সেই অবিসংবাদিত নেতাকে, মুক্তির স্বপ্নে বিভোর সেই পিতাকে, সেই মহানায়ক বঙ্গবন্ধুকে গ্রেফতার করার দুঃসাহস দেখায় সেই সব বেজন্মা কীটেরা।
সেদিন ছিল ২৫ মার্চ, বৃহস্পতিবার।
আজও ২৫ মার্চ, বার টাও যে বৃ্হস্পতি!
আজকে রাতের ঢাকা দেখেছেন?
আলোয় আলোয় উৎসবমুখর।
স্বপ্নে স্বপ্নে ছুঁয়ে যাচ্ছে আকাশ
শান্তিতে শান্তিতে বয়ে চলেছে মৃদু বাতাস।
৫০ টি বছর পরে- সেই রাত হয়েছে এই রাত!
৫০ টি বছর পরে -সেই শোকের মাতম হয়েছে অগ্নিস্ফুলিংগের মত ছড়িয়ে পড়া আত্নবিশ্বাস!
৫০টি বছর পরে-সেই ধ্বংসস্তুপ হয়েছে ভালোবাসার শহর!
আমরা সেখান থেকে এখানে এসেছি। একটি জাতির মানসিক দৃঢ়তা পরিমাপ করার জন্যে আর কি কি প্রয়োজন? হ্যাঁ, আপনি এই দেশটারই একজন, আপনার পূর্ব পুরুষেরাই বীরত্বগাঁথা রচনা করে স্বাধীন করেছে এই দেশ। আপনিই পারবেন সব। আপনিই জয় করবেন সব।
২৫ মার্চ গণহত্যায় এবং সর্বোপরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের আত্নার শান্তি কামনা করছি। বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসা তাঁদের জন্যে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে