অন্যান্য শারীরিক চাহিদার মতোই সেক্সও একটি স্বাভাবিক চাহিদা। কিন্তু আমাদের সমাজে যৌনতা নিয়ে যে একটা অস্বস্তিকর পরিবেশ রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গ্রামের কিংবা শহরের, সবার মাঝে যৌনতা বিষয়ে নানারকম কুসংস্কার আর ভ্রান্ত ধারণার শেষ নেই। মানুষ বুঝতে পারে না এ ধরনের সমস্যায় তারা কার কাছে সাহায্য পেতে পারে। আর অস্বস্তির সুযোগে বেশ কিছু অসাধু ব্যবসায়ীর দ্বারা এরা হয় প্রতারিত। ফলে যৌন জীবন নিয়ে হতাশাগ্রস্ত লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। একে অস্বীকার করে বা লুকিয়ে রেখে সমস্যার সমাধান সম্ভব নয়।
সেক্স সমস্যা সমাধান ও এ বিষয়ে স্বাভাবিক ধারণা প্রদানের উদ্দেশেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের তৃতীয় তলায় মানসিক রোগ বিভাগে সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকটির যাত্রা শুরু। সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকে যৌন বিষয়ে ভুল ধারণা, যৌন সমস্যা বিষয়ে পরামর্শ, যৌন আগ্রহজনিত সমস্যা, যৌন উত্তেজনা জনিত সমস্যা, যৌনানুভূতি সংক্রান্ত সমস্যা, যৌনকালীন স্থায়ীত্বের সমস্যা, যৌনকালীন সময়ে ব্যথা, স্বাভাবিক বা অস্বাভাবিক যৌন আকর্ষণ জনিত সমস্যা ইত্যাদি বিষয়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।
গত ১৩ ও ১৪ নভেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় –“সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক-এ নিউ হরাইজন” –নিয়ে প্রশিক্ষণ কর্মশালা।
মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. আর কে এস রয়েলের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালাটি হয়ে উঠে অত্যান্ত ফলপ্রসূ। দুইদিন ব্যাপি উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে মোট ১২ টি সেশন অনুষ্ঠিত হয়।
১৩ নভেম্বর সকাল ৮ ঘটিকায় কর্মশালার শুরু হয়। মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ পলাশ রায় যৌন রোগের কারণ এবং সহযোগী অধ্যাপক ডাঃ সুস্মিতা রায় যৌন রোগের ধরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেক্সুয়াল মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান মাকসুদ বিভিন্ন ধরনের যৌন রোগের মেডিকেল ও সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে বিষদ আলোচনা করেন।
বিএসএমএমইউ’র মানসিক রোগ বিভাগের কনসালটেন্ট ডা. সরদার আতিক যৌন রোগ সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা ও সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট সহ যৌন স্বাস্থ্যের বিভিন্ন সমস্যাদি অত্যন্ত সাবলিলভাবে তুলে ধরেন।
উক্ত কর্মশালায় মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মুহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক গোপাল শঙ্কর দে, অধ্যাপক গোপি কান্ত রায় সহ সিলেট বিভাগের সকল মেডিকেল কলেজের ও বিভিন্ন থানাতে কর্মরত মানসিক রোগ বিশেষজ্ঞরা অংশ নেন।
কর্মশালাটির দ্বিতীয় দিনে ২০ জন প্রশিক্ষণার্থী চিকিৎসকের মাঝে সনদ বিতরণ করা হয়।
একটি কেসের ডিটেইল ম্যানেজমেন্ট ও চিকিৎসা পদ্ধতি নিরুপণের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি টানা হয়।
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।