৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন ২০২৪: সাইকিয়াট্রিস্টদের একতা ও নতুন দিনের স্বপ্ন

0
3
৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন ২০২৪: সাইকিয়াট্রিস্টদের একতা ও নতুন দিনের স্বপ্ন

জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং সামনে নতুন দিনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ সাইকিয়াট্রিস্টস অ্যাসোসিয়েশন (BAP)।

সোমবার, ২৩ ডিসেম্বর সকাল ৮টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন ২০২৪।

শুরুতেই সকল শহীদদের আত্মত্যাগ স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় বলেন, “সময়ের দাবি অনুযায়ী সাইকিয়াট্রিস্টরা মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজন পূরণের চেষ্টা করছেন।” তিনি তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অতিথিদের শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন ২০২৪: সাইকিয়াট্রিস্টদের একতা ও নতুন দিনের স্বপ্ন

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. মো. তৈয়বুর রহমান রয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব, যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) প্রফেসর ডা. মো. আব্দুল ওয়াহাব, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মাহবুবুর রহমান, ডা. মো. আব্দুস সালাম এবং আরও অনেকে।

সম্মেলনের শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, “দলবাজি ও ঘুষবাজি পরিহার করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবায় এগিয়ে যেতে হবে। সরকারের প্রয়োজন আমাদের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা।” তিনি আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মনের খবর টিভি-কে বিশেষ ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন, বিতর্ক, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে সাইকিয়াট্রিস্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন ২০২৪: সাইকিয়াট্রিস্টদের একতা ও নতুন দিনের স্বপ্ন

আরও পড়ুন:

Previous article৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন ২০২৪-এর প্রাক-সম্মেলন অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here