সব কিছু নিয়ে আমি সারাদিন খুব হতাশ থাকি

0
7

প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।

Mk4c Ads

সমস্যা – আমি একজন বেসরকারী চাকরিজীবী। আমি আমার পরিবার পরিজন সহ আমার চাকরি জীবন সবকিছু নিয়েই সব সময় হতাশায় ডুবে থাকি। হতাশা আমার পিছু ছাড়ে না। আমি অনেকভাবেই চেষ্টা করে দেখেছি , তবে দুঃশ্চিন্তা আমার পিছু ছাড়েনা সব কিছু নিয়ে আমি সারাদিন খুব হতাশ থাকি। আমি সারাদিন শেষে বাসায় যাওয়ার পড়ে পরিবারের সাথেও খুব একটা কথা বলিনা । আমার মধ্যা সবময়ই একটা বিষন্নতা কাজ করে। অতিরিক্ত হতাশায় ডুবে থাকা  বা বিষন্ন থাকা কি মানসিক রোগ?

পরামর্শ – আপনি সম্ভবত বিষন্নতা রোগে ভুগছেন।  সব মানুষই জীবনের কোন না কোন সময় বিষন্নতায় ভোগে। কিন্তু যদি এটা দীর্ঘস্থায়ী হয় অথবা আপনার দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটায় তবে আপনাকে চিকিৎসা নিতে হবে।

আপনার এখন যেমন অবস্থা আপনার চিকিৎসা লাগবে। আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। আপনাকে ঔষধ খেতে হবে এবং একই সাথে কাউন্সেলিংও লাগবে। তবে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে আপনি সম্পুর্ন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।

পরামর্শ দিয়েছেন-

অধ্যাপক ব্রি. জে. ডা. এম কামরুল হাসান (অব.)
নিউরো—সাইকিয়াট্রিস্ট (মনোরোগ, ব্রেইন ও মাদকাসক্তিরোগ বিশেষজ্ঞ)
উপদেষ্টা, আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউট, ঢাকা ক্যান্টনমেন্ট কনসালটেন্ট, বাংলাদেশ স্পেশালাইজ্ হসপিটাল।

  • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
  • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
    মগবাজার রেইল গেইট।
    নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
    (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
    চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

আরও দেখুন-

Previous articleব্যক্তিকেন্দ্রিক বিশ্বে পরার্থপরতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here