রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি নতুন মনোরোগ অন্তঃবিভাগ চালুর জন্য অফিস আদেশ জারি করা হয়েছে। ওয়ার্ড নম্বর ৫৮-কে মনোরোগ বিভাগের অন্তঃবিভাগ হিসেবে রূপান্তর করা হবে। প্রাথমিকভাবে সেখানে ১০টি বেড (পুরুষ ও মহিলা উভয়ের জন্য) স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অফিস আদেশ জারি হয়েছে ৮ মে ২০২৫ তারিখে। ওয়ার্ড চালুর কার্যক্রম অদূর ভবিষ্যতে শুরু হবে।এই নতুন বিভাগ স্থাপিত হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড নং ৫৮-তে। বাড়তে থাকা মানসিক রোগীর সংখ্যা এবং মানসিক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রোগীরা চিকিৎসার জন্য স্থানীয়ভাবে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং সাইকিয়াট্রি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি হবে।
এই প্রকল্পের সার্বিক দায়িত্বে থাকবেন মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান। তার নেতৃত্বে চিকিৎসক দল, নার্স, ও আনুষঙ্গিক স্টাফরা ২৪ ঘণ্টার সেবা নিশ্চিত করবেন। নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য আনসার সদস্য ও সাপোর্ট স্টাফও নিয়োগ করা হবে। ওয়ার্ডটি চালু হলে মানসিক রোগীদের জন্য স্থানীয় পর্যায়ে ভর্তি হয়ে উন্নতমানের চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হবে। একইসঙ্গে, মনোরোগ চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণের মানও বৃদ্ধি পাবে।
বর্তমানে ওয়ার্ডটি কেবল পরিকল্পনা ও নির্দেশনার পর্যায়ে রয়েছে, বাস্তবায়ন শুরু হয়নি। জনবল, স্থাপনা ও সরঞ্জাম প্রস্তুতির বিষয়গুলো এখনও চূড়ান্ত নয়। এই সকল দিক কার্যকরভাবে বাস্তবায়িত না হলে সেবার গুণগত মান প্রভাবিত হতে পারে। এই অফিস আদেশ রাজশাহী অঞ্চলের জন্য একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যমান অবহেলার প্রেক্ষাপটে এটি ইতিবাচক অগ্রগতি। তবে আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি, তদারকি ও সঠিক সময়মতো ওয়ার্ড চালুর ওপর নির্ভর করবে এর প্রকৃত সুফল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত পূর্ণাঙ্গ আদেশটি দেখতে এখানে ক্লিক করুন- পূর্ণাঙ্গ অফিস আদেশ