মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!
প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
প্রতিদিনের চিঠি
চিঠি
স্যার, আসসালামু আলাইকুম। আমার মায়ের বয়স ৯৩ বছর। আজ প্রায় ২০ বছর ধরে মানসিক রোগের চিকিৎসা চলছে। কিন্তু গত ৪ বছর ধরে তার অবস্থা খুব খারাপ চলছে। চট্টগ্রামের মানসিক রোগের ডাক্তার এম. এ. মহিউদ্দিন শিকদার MRI করিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে ৯০% ব্রেইনের ক্ষয় হয়ে গেছে। তিনি Tab Pramin 25, Cap Prodep, Tab Nexetal 10 দিয়েছিলেন, যা উনি খেয়েছেন।
বর্তমানে নিচের ওষুধগুলো দেওয়া হয়েছে এবং উনি সেগুলো খাচ্ছেন: Cap Demelon, Cap Neorulep, Quiet 25, Tab Revotril 0.5 mg, Tab Osartil 50, Tab Mirabeg, Tab Utrobin।
প্রেসার স্বাভাবিক, কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে: রাতে ঘুম না হওয়া, দিনে ঘুমিয়ে যাওয়া, অপরিচিত কাউকে দেখলে গালাগালি করা, নিজে নিজে কথা বলা ও হাসাহাসি করা, গোসল করতে না দেওয়া, অপরিচ্ছন্ন থাকতে চাওয়া, অতিরিক্ত খেতে চাওয়া, যেখানে সেখানে মল-মূত্র করা, অস্বাভাবিকভাবে খাওয়া, মল হাতে নিয়ে দেয়ালে লাগিয়ে দেওয়া, অজান্তে মূত্রত্যাগ করা, রাতে হাততালি দেওয়া, উচ্চস্বরে কথা বলা ও চিৎকার করা, রাস্তায় মলমূত্র ত্যাগ করা, বাথরুমে না যাওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকা। স্যার, আমি এখন আমার মাকে নিয়ে খুব বিপদে আছি। দয়া করে একটু চিকিৎসা পরামর্শ দিবেন?

উত্তর
ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ডিমেনশিয়ায় সাধারণত এমন আচরণ দেখা যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি বাড়তেই থাকে। এটি এমন একটি রোগ যার চিকিৎসা রয়েছে নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়ার মতো কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। আপনার মাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে Tab Nexetal 10 mg বন্ধ করে দেওয়া যেতে পারে। বাকি ওষুধগুলো চলতে থাকুক।Tab Quiet 25 mg বর্তমানে দেওয়া হচ্ছে, এটি 50 mg করা যেতে পারে। তবে আমি আপনাকে অনুরোধ করবো যে কিছুটা দেখে শুনে বুঝে তারপর এটি করতে হবে।ডিমেনশিয়া বিষয়ে আমাদের মনের খবর ইউটিউব চ্যানেলে ১০টি ভিডিও রয়েছে। সেখানে এই রোগের লক্ষণ ও করণীয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিচে লিংকটি দেওয়া হলো: মনের খবর ইউটিউব চ্যানেল
এছাড়া, যদি আরও জটিলতা হয় এবং আপনি ঢাকায় নিয়ে আসতে সক্ষম হন, তাহলে সরাসরি আমাদের তত্ত্বাবধানে আনলে আরও সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া সম্ভব হবে।

ইতি,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ।
মগবাজার রেইল গেইট।
অনলাইন: ০১৮৪৪৬১৮৪৮৪